ক্লান্তি দূর করে চটজলদি চনমনে ভাব আনতে কফি জুড়িহীন ৷ ফেসপ্যাক ও চুলের যত্নেও অনেকে কফি পাউডার ব্যবহার করেন ৷ তবে গৃহস্থালির আরও অনেক টুকিটাকিতে কফি পাউডার ব্যবহার করতে পারেন ৷ অনেক সময় রান্নাঘরের ক্যাবিনেট থেকে কটু গন্ধ বার হয় ৷ সেক্ষেত্রে একটা কিচেন টাওয়েলের মধ্যে এক চামচ কফি পাউডার এবং দু’টো লবঙ্গ রাখুন ৷ তার পর পুটুলি বেঁধে রেখে দিন ক্যাবিনেটের ভিতর ৷ কফি সব দুর্গন্ধ শুষে নেবে ৷ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তার গন্ধ হাত থেকে যেন যেতেই চায় না ৷ সেক্ষেত্রেও মুশকিল আসান কফি পাউডার ৷ এক চামচ কফি পাউডারে কয়েক ফোঁটা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন ৷ তার পর ওই মিশ্রণ ভাল করে হাতে মাখুন সাবানের মতো ৷ তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এ বার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন ৷ উধাও হয়ে যাবে পেঁয়াজ রসুনের গন্ধ ৷ আসবাবপত্র থেকে পুরনো দাগ ও স্ক্র্যাচ তুলতেও কফি পাউডার জুড়িহীন ৷ এক চামচ অলিভ অয়েলে মিশিয়ে নিন কিছু কফি পাউডার ৷ তার পর পরিষ্কার তুলোয় ওই মিশ্রণ লাগিয়ে মুছে নিন আসবাবপত্র ৷ এর ফলে আসবাবপত্র থেকে পুরনো দাগ উঠে যাবে ৷ ফিরে আসবে হারানো জেল্লাও ৷ তবে এই সমাধান কিন্তু সানমাইকার প্রলেপের ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷