Green Coconut Water in Dengue: ডেঙ্গি হলে ডাবের জল খেলে কি প্লেটলেট বাড়ে? জানুন চিকি‍ৎসকের মত

Last Updated:
Green Coconut Water in Dengue: অনেকেই বিশ্বাস করেন ডাবের জল পান করলে প্লেটলেট তাড়াতাড়ি বাড়বে
1/7
বর্ষার শেষলগ্নে এখন বাড়ছে ডেঙ্গির দাপট। মশাবাহিত এই অসুখের বিপজ্জনকতম দিক হল প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া। প্লেটলেট বৃদ্ধির জন্য অনেকেই অনেক রকম উপায়ের দ্বারস্থ হন।
বর্ষার শেষলগ্নে এখন বাড়ছে ডেঙ্গির দাপট। মশাবাহিত এই অসুখের বিপজ্জনকতম দিক হল প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া। প্লেটলেট বৃদ্ধির জন্য অনেকেই অনেক রকম উপায়ের দ্বারস্থ হন।
advertisement
2/7
কোনও বিশেষ পানীয় খেলে কি প্লেটলেট দ্রুত বাড়ে? এই নিয়ে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। অনেকেই বিশ্বাস করেন ডাবের জল পান করলে প্লেটলেট তাড়াতাড়ি বাড়বে।
কোনও বিশেষ পানীয় খেলে কি প্লেটলেট দ্রুত বাড়ে? এই নিয়ে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। অনেকেই বিশ্বাস করেন ডাবের জল পান করলে প্লেটলেট তাড়াতাড়ি বাড়বে।
advertisement
3/7
এ ব্যাপারে ভ্রান্তি দূর করেছেন লখনউ-এর বিশেষজ্ঞ ডাক্তার অজয়শঙ্কর ত্রিপাঠী। তিনি জানিয়েছেন কোনও নির্দিষ্ট খাবার বা পানীয় একাকী প্লেটলেট বাড়াতে পারে না বা ডেঙ্গি সারাতে পারে না।
এ ব্যাপারে ভ্রান্তি দূর করেছেন লখনউ-এর বিশেষজ্ঞ ডাক্তার অজয়শঙ্কর ত্রিপাঠী। তিনি জানিয়েছেন কোনও নির্দিষ্ট খাবার বা পানীয় একাকী প্লেটলেট বাড়াতে পারে না বা ডেঙ্গি সারাতে পারে না।
advertisement
4/7
ত্রিপাঠীর মতে, যে কোনও জ্বরেই শরীরে প্লেটলেট কমে যায়। ফলে রোগী দুর্বলতা অনুভব করেন। জ্বর যত কমতে থাকে, প্লেটলেট সংখ্যা বাড়তে থাকে।
ত্রিপাঠীর মতে, যে কোনও জ্বরেই শরীরে প্লেটলেট কমে যায়। ফলে রোগী দুর্বলতা অনুভব করেন। জ্বর যত কমতে থাকে, প্লেটলেট সংখ্যা বাড়তে থাকে।
advertisement
5/7
ডেঙ্গি রোগীর ডায়েটে ডাবের জল বা পেঁপে পাতার রস অল্প পরিমাণেই থাকতে পারে বলে মত ডাক্তার ত্রিপাঠীর। তবে অতিরিক্ত পরিমাণে থাকলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে বলে তিনি মনে করেন।
ডেঙ্গি রোগীর ডায়েটে ডাবের জল বা পেঁপে পাতার রস অল্প পরিমাণেই থাকতে পারে বলে মত ডাক্তার ত্রিপাঠীর। তবে অতিরিক্ত পরিমাণে থাকলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে বলে তিনি মনে করেন।
advertisement
6/7
 প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে ডাক্তার ত্রিপাঠী জানিয়েছেন, ‘‘এই ভুল ধারণা দূর করুন যে ডাবের জল পান করলে ডেঙ্গি সেরে যায়।’’
প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে ডাক্তার ত্রিপাঠী জানিয়েছেন, ‘‘এই ভুল ধারণা দূর করুন যে ডাবের জল পান করলে ডেঙ্গি সেরে যায়।’’
advertisement
7/7
ডেঙ্গি নিরাময়ের জন্য ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে। তাঁর কথা মতোই পথ্য হতে হবে। সেই পথ্যে সুষম, সহজপাচ্য আহার ও পানীয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু কোনও একটিমাত্র খাবার বা পানীয়কে ওষুধ ভেবে নির্ভর করলে চলবে না।
ডেঙ্গি নিরাময়ের জন্য ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে। তাঁর কথা মতোই পথ্য হতে হবে। সেই পথ্যে সুষম, সহজপাচ্য আহার ও পানীয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু কোনও একটিমাত্র খাবার বা পানীয়কে ওষুধ ভেবে নির্ভর করলে চলবে না।
advertisement
advertisement
advertisement