Tourist Spot: কলকাতার খুব কাছেই ‘প্রেম নগর’...! শীতের মিষ্টি বিকেলে প্রিয়জনের সঙ্গে কাটুক নিরিবিলি সময়, রইল ঠিকানা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tourist Spot: ব্যস্ততার ফাঁকে মন চায় বেরিয়ে পড়তে—প্রিয়জনের হাত ধরে কাটাতে একটি শান্ত, স্নিগ্ধ বিকেল। কলকাতা থেকে খুব দূরে না গিয়েই সেই শান্তি, সেই রোমান্টিক আবহ খুঁজে পাওয়া যায় উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের মাদারতলা এলাকায়, যাকে অনেকেই স্নেহে ডাকেন ‘প্রেম নগর’।
*শীতের বাতাসে শহরের রাস্তাঘাট যেন হয়ে ওঠে একটু নরম, একটু আরামদায়ক। ব্যস্ততার ফাঁকে মন চায় বেরিয়ে পড়তে—প্রিয়জনের হাত ধরে কাটাতে একটি শান্ত, স্নিগ্ধ বিকেল। কলকাতা থেকে খুব দূরে না গিয়েই সেই শান্তি, সেই রোমান্টিক আবহ খুঁজে পাওয়া যায় উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের মাদারতলা এলাকায়, যাকে অনেকেই স্নেহে ডাকেন ‘প্রেম নগর’।
advertisement
*বসিরহাটের কাছাকাছি অবস্থিত এই মনোরম জায়গাটি শীতের দুপুর-বিকেলে যেন আরও রূপসী হয়ে ওঠে। দু’দিকে জলবেষ্টিত দীর্ঘ রাস্তা, চারপাশে সবুজের আড়াল আর নরম রোদ—এই সব মিলিয়ে শীতের দিনে এখানে হাঁটতে হাঁটতে মনে হবে যেন সময় একটু ধীরে বইছে। তাই প্রেমিক-প্রেমিকা থেকে পরিবার কিংবা বন্ধুরা—সবাইয়ের কাছেই এটি হয়ে উঠছে প্রিয় আড্ডা ও ঘুরে দেখার স্থান।
advertisement
advertisement
advertisement
advertisement







