Cleaning Tips: রান্নাঘরের চিটচিটে টাইলস পরিষ্কার করতে ঘম ছুটছে? এক কুঁচি বরফেই মুশকিল আসান

Last Updated:
রান্নাঘর পরিষ্কার করা কম ঝক্কির বিষয় নয়। বিশেষ করে গ্যাসের উপরের টাইলস৷ রান্নার যত তেলকালি এসে জমে এইখানেতেই৷ তাই মাঝে-মাঝেই পরিষ্কার করে রাখতে হবে৷ নয়তো কিন্তু তেলকালি পরিষ্কার করা সহজ হবে না৷
1/5
রান্নাঘর পরিষ্কার করা কম ঝক্কির বিষয় নয়। বিশেষ করে গ্যাসের উপরের টাইলস৷ রান্নার যত তেলকালি এসে জমে এইখানেতেই৷ তাই মাঝে-মাঝেই পরিষ্কার করে রাখতে হবে৷ নয়তো কিন্তু তেলকালি পরিষ্কার করা সহজ হবে না৷
রান্নাঘর পরিষ্কার করা কম ঝক্কির বিষয় নয়। বিশেষ করে গ্যাসের উপরের টাইলস৷ রান্নার যত তেলকালি এসে জমে এইখানেতেই৷ তাই মাঝে-মাঝেই পরিষ্কার করে রাখতে হবে৷ নয়তো কিন্তু তেলকালি পরিষ্কার করা সহজ হবে না৷
advertisement
2/5
বাসন মাজার সাবানযে তরল সাবান দিয়ে বাসন পরিষ্কার করবেন, তা দিয়েই টাইলসটি একটু ঘষে নিন৷ এক্ষেত্রে গম জলে সামান্য সাবানগুলে নিয়ে একটা পাতলা কাপড় দিয়ে ঘষে-ঘষে পরিষ্কার করে নিন৷
বাসন মাজার সাবান
যে তরল সাবান দিয়ে বাসন পরিষ্কার করবেন, তা দিয়েই টাইলসটি একটু ঘষে নিন৷ এক্ষেত্রে গম জলে সামান্য সাবানগুলে নিয়ে একটা পাতলা কাপড় দিয়ে ঘষে-ঘষে পরিষ্কার করে নিন৷
advertisement
3/5
বেকিং সোডাঅর্ধেক বালতি জল ও বেকিং সোডা মেশান, এবার একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন৷ তারপর কোণাগুলোতে সেই পেস্ট লাগান৷ তারপর ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন৷ একটা পুরনো ব্রাশ দিয়ে ঘষে-ঘষে তুলে ফেলুন৷
বেকিং সোডা
অর্ধেক বালতি জল ও বেকিং সোডা মেশান, এবার একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন৷ তারপর কোণাগুলোতে সেই পেস্ট লাগান৷ তারপর ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন৷ একটা পুরনো ব্রাশ দিয়ে ঘষে-ঘষে তুলে ফেলুন৷
advertisement
4/5
ভিনিগার২ কাপ ভিনিগার  আর ২ কাপ জল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ফেলুন৷ এবার মিশ্রণচি একটা বোতলে ভরে স্প্রে করুন৷ কিছুক্ষণ রেখে একটা নরম কাপড় দিয়ে নরম কাপড় মুছে ফেলুন৷
ভিনিগার
২ কাপ ভিনিগার আর ২ কাপ জল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ফেলুন৷ এবার মিশ্রণচি একটা বোতলে ভরে স্প্রে করুন৷ কিছুক্ষণ রেখে একটা নরম কাপড় দিয়ে নরম কাপড় মুছে ফেলুন৷
advertisement
5/5
ব্লিচঅনেক দিনের জমা তেলকালি পরিষ্কার করা বেশ কষ্টকর৷ তখন ব্লিচের ব্যবহার করুন৷ তবে এক্ষেত্রে অবশ্যই গ্লাভস পরতে ভুলবেন না৷
ব্লিচ
অনেক দিনের জমা তেলকালি পরিষ্কার করা বেশ কষ্টকর৷ তখন ব্লিচের ব্যবহার করুন৷ তবে এক্ষেত্রে অবশ্যই গ্লাভস পরতে ভুলবেন না৷
advertisement
advertisement
advertisement