Cinnamon Hacks: রান্নার বাইরে এত কাজে লাগে দারচিনি! ৪ নম্বরটা জানলে তো চমকে উঠবেন

Last Updated:
Cinnamon Hacks: দারচিনিকে কাজে লাগাতে পারেন সাংসারিক নানা কাজেও।
1/6
দারচিনি আমাদের রান্নাঘরের অতি পরিচিত মশলা। রান্নার স্বাদ বৃদ্ধি ছাড়াও আরও বহু গুণ আছে এই ভারতীয় মশলার। ওষধি বিশেষত্ব তো বটেই। দারচিনিকে কাজে লাগাতে পারেন সাংসারিক নানা কাজেও।
দারচিনি আমাদের রান্নাঘরের অতি পরিচিত মশলা। রান্নার স্বাদ বৃদ্ধি ছাড়াও আরও বহু গুণ আছে এই ভারতীয় মশলার। ওষধি বিশেষত্ব তো বটেই। দারচিনিকে কাজে লাগাতে পারেন সাংসারিক নানা কাজেও।
advertisement
2/6
দারচিনির গুঁড়ো রেখে দিন রান্নাঘর ও বাড়ির অন্যত্র কোণায় কোণায়। পোড়াতেও পারেন দারচিনি। এতে দূর হবে দুর্গন্ধ। দারচিনির মিষ্টি গন্ধে ভরে থাকবে চারপাশ।
দারচিনির গুঁড়ো রেখে দিন রান্নাঘর ও বাড়ির অন্যত্র কোণায় কোণায়। পোড়াতেও পারেন দারচিনি। এতে দূর হবে দুর্গন্ধ। দারচিনির মিষ্টি গন্ধে ভরে থাকবে চারপাশ।
advertisement
3/6
আলমারি, ঘরের বিভিন্ন জায়গা, রান্নাঘর, বাথরুমে ছোট ছোট পাত্রে রাখুন দারচিনির টুকরো। কমবে কীটপতঙ্গের উপদ্রব।
আলমারি, ঘরের বিভিন্ন জায়গা, রান্নাঘর, বাথরুমে ছোট ছোট পাত্রে রাখুন দারচিনির টুকরো। কমবে কীটপতঙ্গের উপদ্রব।
advertisement
4/6
গাড়িতে যাওয়ার সময় অনেকেই ভোগেন মোশন সিকনেসে। এই সমস্যা থাকলে হাতে রাখুন কয়েকটা দারচিনি। সেটা মাঝে মাঝে শুঁকতে থাকুন। দূর হবে গা বমি বমি ভাব।
গাড়িতে যাওয়ার সময় অনেকেই ভোগেন মোশন সিকনেসে। এই সমস্যা থাকলে হাতে রাখুন কয়েকটা দারচিনি। সেটা মাঝে মাঝে শুঁকতে থাকুন। দূর হবে গা বমি বমি ভাব।
advertisement
5/6
বাড়ির আসবাবপত্রের গায়ে অনেক সময় আঁচড় লেগে যায়। সেখানে লাগিয়ে নিন দারচিনির গুঁড়ো। হাল্কা হাতে ঘষুন। কিছু ক্ষণ পর মিলিয়ে যাবে আঁচড়ের দাগ।
বাড়ির আসবাবপত্রের গায়ে অনেক সময় আঁচড় লেগে যায়। সেখানে লাগিয়ে নিন দারচিনির গুঁড়ো। হাল্কা হাতে ঘষুন। কিছু ক্ষণ পর মিলিয়ে যাবে আঁচড়ের দাগ।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement