Christmas Cake: শীতের শহর সুবাসিত কেক-পেস্ট্রির মনমাতানো গন্ধে; বড়দিনের প্রাক্কালে সাড়ম্বরে উদযাপিত কেক মিক্সিংও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Christmas Cakes Special: বড়দিনের জন্য কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কেক মিক্সিংয়ের উৎসব।
advertisement
এমনিতে সেই ১৭ শতক থেকে চলে আসছে কেক মিক্সিংয়ের চল। মূলত ইউরোপেই চালু হয়েছিল প্রথা। পরিবারের সকলে একসঙ্গে মিলে এই কাজ করতেন। যা ঐক্য এবং কঠোর পরিশ্রমের প্রতীক। তবে আজ আর কেক মিক্সিংয়ের এই প্রথা খ্রিস্টান পরিবারগুলিতেই শুধু সীমিত নেই। পারিবারিক এই প্রথা দেশ-বিদেশের বিভিন্ন শহরের বহু হোটেলেই চালু করা হয়েছে। এর জন্য কিলো কিলো ড্রাই ফ্রুটস, নানা ধরনের বাদাম এবং মশলা মেশানো হয়। তারপর এই মিশ্রণ কয়েকদিনের জন্য অ্যালকোহলিক মিশ্রণের মধ্যে রেখে দেওয়া হয়। এর ফলে বাড়ে স্বাদ এবং গন্ধ।
advertisement
সব শেষে কেক ব্যাটারের মধ্যে এই মিশ্রণ দিয়ে বেক করে নিলেই তৈরি হয়ে যায় ক্রিসমাস ফ্রুট কেক। কেক মিক্সিংয়ের এই অনুষ্ঠান প্রথমবারের জন্য উদযাপিত হল ডেস্টিনেশন ১৬-এ। পার্কস্ট্রিটের প্রাণকেন্দ্রের প্রাণবন্ত এবং সমকালীন এই পাবের কেক মিক্সিংয়ে সমস্ত বয়সের মানুষ উপস্থিত হয়েছিল। সেখানকার প্রতিভাবান শ্যেফের তদারকিতে সকলে মিলে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন কেক মিক্সিংয়ের অনুষ্ঠানে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement