কাঁচালঙ্কা ছাড়া রান্নাবান্না ভাবাই যায় না৷ গৃহিণীদের প্রায় রোজই রান্নাঘরে লঙ্কা কাটাকুটি করতে হয়৷ খাওয়ারে স্বাদ আনলেও লঙ্কা কাটতে গিয়েই হয় বিপত্তি৷ লঙ্কার ঝাল লেগে হাত প্রচন্ড জ্বালা করে৷ এই জ্বালা সহজে কমতেও চায় না৷ তবে, কিছু ঘরোয়া টোটকাতেই কমতে পারে এই জ্বালা৷ এই প্রতিবেদনে তেমনই কিছু অতি সাধারণ ঘরোয়া উপায়ে লঙ্কার জ্বালা কমাবার উপায় জানান হল৷