Dry Fruits: ৪০ টাকায় বাদাম, ৩০ টাকায় কাজু, অত্যন্ত সস্তায় মিলছে এই স্থানে, জায়গার নামও জানেন আপনি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Cheapest Dry Fruit Market in India: ডাক্তাররা সাধারণত শীতকালে শুকনো ফল খাওয়ার পরামর্শ দেন। কারণ তা শরীর উষ্ণ রাখে। তবে শীতের মরশুমে শুকনো বেশ ফল দামি হয়, তাই সবাই কিনতে পারেন না। কিন্তু আমাদের দেশে এমন একটি জায়গা রয়েছে যেখানে এই সব শুকনো ফল নামমাত্র দামে কিনতে পাওয়া যায়।
সারা দেশেই এখন ভাল ভাবে শীতের আমেজ পড়তে শুরু করেছে। বাজার ভরে গিয়েছে রঙবেরঙের শাকসবজি ও ফুলে। এই সময় শুকনো ফলের চাহিদাও থাকে প্রচুর। এই কারণে যে কোনও শুকনো ফলের দাম আরও বেড়ে যায়। ডাক্তাররা সাধারণত শীতকালে শুকনো ফল খাওয়ার পরামর্শ দেন। কারণ তা শরীর উষ্ণ রাখে। তবে শীতের মরশুমে শুকনো বেশ ফল দামি হয়, তাই সবাই কিনতে পারেন না। কিন্তু আমাদের দেশে এমন একটি জায়গা রয়েছে যেখানে এই সব শুকনো ফল নামমাত্র দামে কিনতে পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement