Chapped Lips Solution: শীতে ফাটা ঠোঁট থেকে মুক্তি চাই? এখনই মানুন এই সহজ টোটকাগুলি

Last Updated:
Chapped Lips Solution: সামান্য উপকরণে ঘরোয়া টোটকা পাবেন হাতের কাছেই
1/8
শীতে ঠোঁট ফাটার হাত থেকে রেহাই পেতে এখন থেকেই শুরু করুন যত্ন। সামান্য উপকরণে ঘরোয়া টোটকা পাবেন হাতের কাছেই।
শীতে ঠোঁট ফাটার হাত থেকে রেহাই পেতে এখন থেকেই শুরু করুন যত্ন। সামান্য উপকরণে ঘরোয়া টোটকা পাবেন হাতের কাছেই।
advertisement
2/8
নরম টুথব্রাশ বা পাতলা কাপড়ের টুকরো ভিজিয়ে ঠোঁটের উপর আলতো করে ঘষুন৷ সপ্তাহে অন্নত এক বার এইভাবে ঠোঁট এক্সফলিয়েট করুন ৷ ঝরে যাবে মৃত কোষ৷
নরম টুথব্রাশ বা পাতলা কাপড়ের টুকরো ভিজিয়ে ঠোঁটের উপর আলতো করে ঘষুন৷ সপ্তাহে অন্নত এক বার এইভাবে ঠোঁট এক্সফলিয়েট করুন ৷ ঝরে যাবে মৃত কোষ৷
advertisement
3/8
তৈলগ্রন্থি না থাকায় ঠোঁট খুব সহজেই শুকিয়ে যায় ৷ সমস্যা এড়াতে প্রচুর জল পান করুন ৷ ছেড়ে দিন ঘন ঘন ঠোঁট চাটার অভ্যাস ৷ এর ফলে ঠোঁট আরও বেশি শুকিয়ে যায় ৷
তৈলগ্রন্থি না থাকায় ঠোঁট খুব সহজেই শুকিয়ে যায় ৷ সমস্যা এড়াতে প্রচুর জল পান করুন ৷ ছেড়ে দিন ঘন ঘন ঠোঁট চাটার অভ্যাস ৷ এর ফলে ঠোঁট আরও বেশি শুকিয়ে যায় ৷
advertisement
4/8
সূর্যরশ্মিতেও ঠোঁটের খুব ক্ষতি হয়৷ মাস্কের আড়ালে থাকলেও ঠোঁটে সানস্ক্রিন লাগাবেন৷ দেখবেন সানস্ক্রিনের এসপিএফ মাত্রা যেন ১৫ হয়৷
সূর্যরশ্মিতেও ঠোঁটের খুব ক্ষতি হয়৷ মাস্কের আড়ালে থাকলেও ঠোঁটে সানস্ক্রিন লাগাবেন৷ দেখবেন সানস্ক্রিনের এসপিএফ মাত্রা যেন ১৫ হয়৷
advertisement
5/8
রাতে ঘুমনোর আগে ঠোঁটে দিন লিপ বামের স্পর্শ৷ কিনতে পারেন এসপিএফ লিপ বাম৷ সারা দিনে প্রতি দু’ ঘণ্টা অন্তর লিপবাম ঠোঁটে দিন ৷ বিশেষ করে খাওয়ার পর এবং মুখ ধোওয়ার পর এটা করতে ভুলবেন না ৷
রাতে ঘুমনোর আগে ঠোঁটে দিন লিপ বামের স্পর্শ৷ কিনতে পারেন এসপিএফ লিপ বাম৷ সারা দিনে প্রতি দু’ ঘণ্টা অন্তর লিপবাম ঠোঁটে দিন ৷ বিশেষ করে খাওয়ার পর এবং মুখ ধোওয়ার পর এটা করতে ভুলবেন না ৷
advertisement
6/8
ঠোঁটের জন্য আলাদা স্ক্রাবার, ক্রিম কিনতে পাওয়া যায়৷ চেষ্টা করবেন সেগুলোই কিনতে ৷ বডি লোশন বা ময়শ্চারাইজার ঠোঁটে না দেওয়াই শ্রেয়৷
ঠোঁটের জন্য আলাদা স্ক্রাবার, ক্রিম কিনতে পাওয়া যায়৷ চেষ্টা করবেন সেগুলোই কিনতে ৷ বডি লোশন বা ময়শ্চারাইজার ঠোঁটে না দেওয়াই শ্রেয়৷
advertisement
7/8
অনেকেরই কথায় কথায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকে৷ দাঁত দিয়ে ঠোঁটের কিউটিকলস তুলে ফেলারও বদঅভ্যাস থাকে৷ সবার আগে এই অভ্যাস ছাড়তে হবে ৷ নয়তো সব যত্নই মাঠে মারা যাবে৷
অনেকেরই কথায় কথায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকে৷ দাঁত দিয়ে ঠোঁটের কিউটিকলস তুলে ফেলারও বদঅভ্যাস থাকে৷ সবার আগে এই অভ্যাস ছাড়তে হবে ৷ নয়তো সব যত্নই মাঠে মারা যাবে৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement