Bankura News: অষ্টমী হোক বা নবমী, পুজোর 'মধ্যমণি' হবেন আপনিই, কালেকশনে রাখুন বিষ্ণুপুরের বিখ্যাত 'এই' শাড়ি

Last Updated:
Baluchari Saree: প্রথমত টেরাকোটার আর্চ, পোড়ামাটির ঘোড়া এবং ডোকরার ময়ূর। নাম ট্রিকুট, দাম এক লাখ টাকা। বানিয়েছেন শিল্পী অমিতাভ পাল।  
1/6
একটি বালুচড়ি শাড়ি, কিন্তু রয়েছে বাঁকুড়ার তিন ঐতিহ্য। বাঁকুড়ার এই বালুচরি শাড়ির নাম ত্রিকুট শাড়ি। রয়েছে বাঁকুড়া জেলার জি আই প্রাপ্ত তিনটি ঐতিহ্যবাহী শিল্প, প্রথমত টেরাকোটার আর্চ, পোড়ামাটির ঘোড়া এবং ডোকরার ময়ূর। নাম  ত্রিকুট, দাম এক লক্ষ টাকা। বানিয়েছেন শিল্পী অমিতাভ পাল।
একটি বালুচড়ি শাড়ি, কিন্তু রয়েছে বাঁকুড়ার তিন ঐতিহ্য। বাঁকুড়ার এই বালুচরি শাড়ির নাম ত্রিকুট শাড়ি। রয়েছে বাঁকুড়া জেলার জি আই প্রাপ্ত তিনটি ঐতিহ্যবাহী শিল্প, প্রথমত টেরাকোটার আর্চ, পোড়ামাটির ঘোড়া এবং ডোকরার ময়ূর। নাম ত্রিকুট, দাম এক লক্ষ টাকা। বানিয়েছেন শিল্পী অমিতাভ পাল।
advertisement
2/6
বিষ্ণুপুরে বিভিন্ন ধরনের বালুচরি শাড়ি তৈরি হয়ে থাকে। প্রতিটি শাড়ি একটি করে গল্প বলে।  ত্রিকুট শাড়িও তার অন্যতম। তবে এই শাড়িতে ব্যাবহার করা হয়েছে একাধিক জৈব রং, যেমন ব্যবহার করা হয়েছে হরীতকী, পাতা এবং তেঁতুল।
বিষ্ণুপুরে বিভিন্ন ধরনের বালুচরি শাড়ি তৈরি হয়ে থাকে। প্রতিটি শাড়ি একটি করে গল্প বলে। ত্রিকুট শাড়িও তার অন্যতম। তবে এই শাড়িতে ব্যাবহার করা হয়েছে একাধিক জৈব রং, যেমন ব্যবহার করা হয়েছে হরীতকী, পাতা এবং তেঁতুল।
advertisement
3/6
শিল্পী অমিতাভ পাল জানিয়েছেন, কালো রং নিয়ে আসা হয়েছে টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা এবং গুড়ের মিশ্রণ তৈরি করে। তৈরি করতে সময় লেগেছে ৫ মাস।
শিল্পী অমিতাভ পাল জানিয়েছেন, কালো রং নিয়ে আসা হয়েছে টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা এবং গুড়ের মিশ্রণ তৈরি করে। তৈরি করতে সময় লেগেছে ৫ মাস।
advertisement
4/6
বাঁকুড়ার ঐতিহ্য ভালোবাসেন, ভালোবাসেন বাঁকুড়ার শিল্প। আপনি কি বাঁকুড়ার বাসিন্দা। তাহলে এই শাড়ি আপনার জন্য একটা বাঁকুড়ার টোকেন অফ লাভ। শাড়িটি পড়লে মনে হবে যেন পরনে ধারণ করেছেন গোটা জেলার শিল্পের ইতিহাস। এই শাড়ি যাচ্ছে বিদেশ পর্যন্ত। বালুচরি শাড়িটি তৈরি হয়েছে বিষ্ণুপুরে।
বাঁকুড়ার ঐতিহ্য ভালবাসেন, ভালবাসেন বাঁকুড়ার শিল্প। আপনি কি বাঁকুড়ার বাসিন্দা। তাহলে এই শাড়ি আপনার জন্য একটা বাঁকুড়ার টোকেন অফ লাভ। শাড়িটি পড়লে মনে হবে যেন পরনে ধারণ করেছেন গোটা জেলার শিল্পের ইতিহাস। এই শাড়ি যাচ্ছে বিদেশ পর্যন্ত। বালুচরি শাড়িটি তৈরি হয়েছে বিষ্ণুপুরে।
advertisement
5/6
বালুচরী শাড়ি হাতে করে বুনে তৈরি করতে ব্যবহার করা হয় জ্যাকার্ড মেশিন। জ্যাকার্ড মেশিনের মধ্যে ধাতুর পাতের উপরে বিভিন্ন ডিজাইন করা থাকে এবং সেই ডিজাইন গুলি অনুসরণ করে হাতে করে বুনে তৈরি করতে হয় এই বিশেষ শাড়ি।
বালুচরী শাড়ি হাতে করে বুনে তৈরি করতে ব্যবহার করা হয় জ্যাকার্ড মেশিন। জ্যাকার্ড মেশিনের মধ্যে ধাতুর পাতের উপরে বিভিন্ন ডিজাইন করা থাকে এবং সেই ডিজাইন গুলি অনুসরণ করে হাতে করে বুনে তৈরি করতে হয় এই বিশেষ শাড়ি।
advertisement
6/6
শিল্পী জানান
শিল্পী জানান "এক একটি ভাল বালুচরি শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় তিন মাস। ব্যবহার করা হয় প্রাকৃতিক রং। দুর্দান্ত নৈপূণ্যতার তার সঙ্গে তৈরি হয় ইন ডিটেল শাড়ি।"
advertisement
advertisement
advertisement