জেনে নিন এসি ছাড়াই ৫ মিনিটে ঘর ঠাণ্ডা করার একটি দারুণ উপায়!

Last Updated:
1/8
 ♦ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে গোটা রাজ্য ৷ আর এ সময় ঘর-বাইরে একই অবস্থা ৷ অসহ্য গরমে নাজেহাল অবস্থা ৷ বাড়ি ফিরেও শান্তি নেই ৷
♦ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে গোটা রাজ্য ৷ আর এ সময় ঘর-বাইরে একই অবস্থা ৷ অসহ্য গরমে নাজেহাল অবস্থা ৷ বাড়ি ফিরেও শান্তি নেই ৷
advertisement
2/8
♦ সবার বাড়িতেই যে এসি থাকবে তার কোনও কথা নেই ৷ এসি থাকলে না হয় ঘর ঠাণ্ডা রেখে আরামে কাটানো যায় ৷ কিন্তু যার বাড়িতে এসি নেই, তাঁরা কী করে সময় কাটাবেন ?
♦ সবার বাড়িতেই যে এসি থাকবে তার কোনও কথা নেই ৷ এসি থাকলে না হয় ঘর ঠাণ্ডা রেখে আরামে কাটানো যায় ৷ কিন্তু যার বাড়িতে এসি নেই, তাঁরা কী করে সময় কাটাবেন ?
advertisement
3/8
♦ সকলের এসি কেনার সামর্থ্যও নেই। অনেকের ঘরেই হাওয়া খুব বেশি চলাচল করে না, ফলে বাতাস চলাচলে ঘর ঠাণ্ডা হয় না। অনেকের বাড়ি আবার ছাদের ঠিক নীচে বলে গরমটা অনেক বেশি লাগ, দিন শেষে ঘরটা হয়ে থাকে উনুনের মত গরম।
♦ সকলের এসি কেনার সামর্থ্যও নেই। অনেকের ঘরেই হাওয়া খুব বেশি চলাচল করে না, ফলে বাতাস চলাচলে ঘর ঠাণ্ডা হয় না। অনেকের বাড়ি আবার ছাদের ঠিক নীচে বলে গরমটা অনেক বেশি লাগ, দিন শেষে ঘরটা হয়ে থাকে উনুনের মত গরম।
advertisement
4/8
♦ যা যা লাগবে-একটি টেবিল ফ্যান এবং বড় এক বাটি বরফ ৷
♦ যা যা লাগবে-একটি টেবিল ফ্যান এবং বড় এক বাটি বরফ ৷
advertisement
5/8
♦ প্রথমেই ঘরের জানালা খুলে দিন।
♦ প্রথমেই ঘরের জানালা খুলে দিন।
advertisement
6/8
♦ এরপর এই জানালার দিকে পেছন অংশটা দিয়ে টেবিল ফ্যান ছেড়ে দিন। এমনভাবে দিন যেন জানালার খোলা অংশের ঠিক সামনেই ফ্যানটা ঘুরতে থাকে। এই টেবিল ফ্যান বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে টেনে আনবে।
♦ এরপর এই জানালার দিকে পেছন অংশটা দিয়ে টেবিল ফ্যান ছেড়ে দিন। এমনভাবে দিন যেন জানালার খোলা অংশের ঠিক সামনেই ফ্যানটা ঘুরতে থাকে। এই টেবিল ফ্যান বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে টেনে আনবে।
advertisement
7/8
♦ তারপর টেবিল ফ্যানের ঠিক সামনে একটি বড় বাটি ভর্তি বরফ রাখুন। এমনভাবে রাখুন যেন বাতাস এই বরফের গায়েও লাগে।
♦ তারপর টেবিল ফ্যানের ঠিক সামনে একটি বড় বাটি ভর্তি বরফ রাখুন। এমনভাবে রাখুন যেন বাতাস এই বরফের গায়েও লাগে।
advertisement
8/8
♦ আর তারপর দেখুন ম্যাজিক। কিছুক্ষণের মাঝেই আপনার ঘর থেকে গরম হয়ে যাবে একেবারে গায়েব! শুধু গায়েব না, ঘরটা হয়ে উঠবে শীতল। যতক্ষণ বরফ থাকবে, শীতল ভাব বজায় থাকবে। বরফ গলে গেলেও ঘরটা গরম হবে না।
♦ আর তারপর দেখুন ম্যাজিক। কিছুক্ষণের মাঝেই আপনার ঘর থেকে গরম হয়ে যাবে একেবারে গায়েব! শুধু গায়েব না, ঘরটা হয়ে উঠবে শীতল। যতক্ষণ বরফ থাকবে, শীতল ভাব বজায় থাকবে। বরফ গলে গেলেও ঘরটা গরম হবে না।
advertisement
advertisement
advertisement