Brain Tumor Symptoms: আপনার কি আচমকা কথা জড়িয়ে আসে? মাথায় প্রবল যন্ত্রণা হয়? অবহেলা করবেন না, মারণরোগে থাবা সম্ভব!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Brain Tumor Symptoms: অনেক সময় এই সমস্ত উপসর্গের কারণ হয় ব্রেন টিউমার। প্রতি বছর ব্রেন টিউমারে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।
advertisement
advertisement
advertisement
কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত জানান,ব্রেন টিউমারে ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ রয়েছে। যা দেখলে সাবধান হতে হবে দ্রুত। এই অসুখের ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা করতে শুরু করে। জ্বর বা অন্য কোনও কারণ ছাড়া হঠাৎ করে শরীর কাঁপতে শুরু করা। তবে কিছুক্ষণ পর নিজে থেকেই কমে যাওয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
গন্ধের বোধ শক্তি একেবারে থাকে না। তবে এই অসুখের সুনির্দিষ্ট কোনও কারণ এখনও কিছু জানা যায়নি। তবে জেনেটিক্যাল ও রেডিয়েশন এই দুই কারনেই ব্রেন টিউমারের ঝুঁকি থাকে। মূলত সিটিস্ক্যান ও এমআরআই স্ক্যানের মাধ্যমে টিউমার শনাক্ত করা হয়ে থাকে। তবে এই রোগের সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া খুব সহজেই সম্ভব। (Sarthak Pandit)