'এক' চুটকিতেই 'ছুমন্তর'...! বাগান ভাসাবে 'বোগেনভিলিয়া', শিখে নিন ছোট্ট 'সিক্রেট' টোটকা, ফুলের বন্যা গ্যারান্টি!

Last Updated:
Bougainvillea Gardening Tips: উজ্জ্বল গোলাপি, কমলা, বাসন্তী সাদা-সহ নানা রঙের হয় এই ফুল। গন্ধহীন হলেও রূপে লা জবাব এই ফুলগাছ। বোগেনভেলিয়ার পাপড়ি খুব পাতলা, নরম, ঠিক যেন কাগজের মতো। তাই এর নাম কাগজফুল।
1/11
বোগেনভেলিয়া বা 'বাগান বাহার'! এই এক ফুলই নিমেষে রঙের বন্যা এনে দিতে পারে আপনার বাগানে। অনেকেই আবার এটিকে কাগজ ফুলও বলেন! তবে নাম যাই হোক এ ফুলের সৌন্দর্য যে অপরূপ তা মানতেই হবে।
বোগেনভেলিয়া বা 'বাগান বাহার'! এই এক ফুলই নিমেষে রঙের বন্যা এনে দিতে পারে আপনার বাগানে। অনেকেই আবার এটিকে কাগজ ফুলও বলেন! তবে নাম যাই হোক এ ফুলের সৌন্দর্য যে অপরূপ তা মানতেই হবে।
advertisement
2/11
উজ্জ্বল গোলাপি, কমলা, বাসন্তী সাদা-সহ নানা রঙের হয় এই ফুল। গন্ধহীন হলেও রূপে লা জবাব এই ফুলগাছ। বোগেনভেলিয়ার পাপড়ি খুব পাতলা, নরম, ঠিক যেন কাগজের মতো। তাই এর নাম কাগজফুল।
উজ্জ্বল গোলাপি, কমলা, বাসন্তী সাদা-সহ নানা রঙের হয় এই ফুল। গন্ধহীন হলেও রূপে লা জবাব এই ফুলগাছ। বোগেনভেলিয়ার পাপড়ি খুব পাতলা, নরম, ঠিক যেন কাগজের মতো। তাই এর নাম কাগজফুল।
advertisement
3/11
বাড়ি কিংবা বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে অন্যতম এই গাছ। ঠিক মতো এই গাছের যত্ন নিলে আপনি নিরাশ করবে না, গ্যারান্টি। শুধু জানতে হবে সঠিক উপায়। কষ্ট সহিষ্ণু এই গাছে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না।
বাড়ি কিংবা বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে অন্যতম এই গাছ। ঠিক মতো এই গাছের যত্ন নিলে আপনি নিরাশ করবে না, গ্যারান্টি। শুধু জানতে হবে সঠিক উপায়। কষ্ট সহিষ্ণু এই গাছে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না।
advertisement
4/11
যদিও টবে এই গাছ লাগালে শুধু জানতে হবে ছোট্ট কিছু টিপস যা ম্যাজিকের মতো ফুলের সুনামি এনে দেবে বাগানের গাছে গাছে। এবার সিক্রেট সেই ফর্মুলাই আজ শেয়ার করে দিলেন এক বাগানপ্রেমী।
যদিও টবে এই গাছ লাগালে শুধু জানতে হবে ছোট্ট কিছু টিপস যা ম্যাজিকের মতো ফুলের সুনামি এনে দেবে বাগানের গাছে গাছে। এবার সিক্রেট সেই ফর্মুলাই আজ শেয়ার করে দিলেন এক বাগানপ্রেমী।
advertisement
5/11
বোগেনভিলিয়ায় জন্য প্রথমে ভাল করে মাটি প্রস্তুত করে নিতে হবে। বাগানের যেকোনও মাটি, তার সঙ্গে বালি মাটি ও জৈব সার ভাল ভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে।
বোগেনভিলিয়ায় জন্য প্রথমে ভাল করে মাটি প্রস্তুত করে নিতে হবে। বাগানের যেকোনও মাটি, তার সঙ্গে বালি মাটি ও জৈব সার ভাল ভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে।
advertisement
6/11
মনে রাখবেন এই গাছে খাবারের খুব বেশি প্রয়োজন হয় সেজন্য এই মাটির সঙ্গে জাস্ট এক চামচ পটাশ ব্যবহার করতে পারেন। কার্যত এই এক চুটকি পটাশের সিক্রেটই বদলে দিতে পারে গাছের রূপ!
মনে রাখবেন এই গাছে খাবারের খুব বেশি প্রয়োজন হয় সেজন্য এই মাটির সঙ্গে জাস্ট এক চামচ পটাশ ব্যবহার করতে পারেন। কার্যত এই এক চুটকি পটাশের সিক্রেটই বদলে দিতে পারে গাছের রূপ!
advertisement
7/11
বিশেষ এই গাছ কী ভাবে পরিচর্যা করতে হয় বিস্তারিত জানালেন বসিরহাটের বিবিপুরের গোল্ডেন নার্সারির উদ্যোক্তা নুরুদ্দিন।
বিশেষ এই গাছ কী ভাবে পরিচর্যা করতে হয় বিস্তারিত জানালেন বসিরহাটের বিবিপুরের গোল্ডেন নার্সারির উদ্যোক্তা নুরুদ্দিন।
advertisement
8/11
টবে গাছ করার ক্ষেত্রে একটি মাঝামাঝি আকারের টব বাছাই করতে হবে। এই গাছ বেশ কষ্টসহিষ্ণু গাছ। নার্সারি থেকে নানান রঙের “ফুলের চারা কিনে এনে মাটির মধ্যে লাগিয়ে দেবেন। প্রথমে খানিকটা জল দিয়ে দেবেন।
টবে গাছ করার ক্ষেত্রে একটি মাঝামাঝি আকারের টব বাছাই করতে হবে। এই গাছ বেশ কষ্টসহিষ্ণু গাছ। নার্সারি থেকে নানান রঙের “ফুলের চারা কিনে এনে মাটির মধ্যে লাগিয়ে দেবেন। প্রথমে খানিকটা জল দিয়ে দেবেন।"
advertisement
9/11
তবে খেয়াল রাখতে হবে এই গাছ জল বেশি পছন্দ করে না তাই যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ জল দেবেন না। জৈব সার হিসেবে দিতে পারেন সরষের খোলা, পচা গোবর সার, পাতা পচা সার, কিংবা রান্না ঘরের বর্জ্য পদার্থ পচানো সার ব্যবহার করতে পারেন।
তবে খেয়াল রাখতে হবে এই গাছ জল বেশি পছন্দ করে না তাই যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ জল দেবেন না। জৈব সার হিসেবে দিতে পারেন সরষের খোলা, পচা গোবর সার, পাতা পচা সার, কিংবা রান্না ঘরের বর্জ্য পদার্থ পচানো সার ব্যবহার করতে পারেন।
advertisement
10/11
বোগেনভেলিয়া রোদ বিলাসী গাছ। সেজন্য কড়া রোদের মধ্যে এই গাছ রেখে দেবেন। এইটুকু যত্ন করলেই আপনি সারা গ্রীষ্মকাল থেকে বর্ষা জুড়ে যেমন পাবেন ফুল তেমনই শীতের সময়ও আপনাকে নিরাশ করবে না বোগেনভিলিয়া।
বোগেনভেলিয়া রোদ বিলাসী গাছ। সেজন্য কড়া রোদের মধ্যে এই গাছ রেখে দেবেন। এইটুকু যত্ন করলেই আপনি সারা গ্রীষ্মকাল থেকে বর্ষা জুড়ে যেমন পাবেন ফুল তেমনই শীতের সময়ও আপনাকে নিরাশ করবে না বোগেনভিলিয়া।
advertisement
11/11
তবে মনে রাখবেন, যেহেতু এই গাছ বেশি জল পছন্দ করে না তাই বর্ষাকালে ফুল কিছুটা কম পেতে পারেন বোগেনভিলিয়া গাছে। তবে মন খারাপ করবেন না। শীতকালে, গ্রীষ্মকালে যখন গাছভর্তি ফুল হবে তখন এমনিতেই আপনার মন আনন্দে ভরে উঠবে।
তবে মনে রাখবেন, যেহেতু এই গাছ বেশি জল পছন্দ করে না তাই বর্ষাকালে ফুল কিছুটা কম পেতে পারেন বোগেনভিলিয়া গাছে। তবে মন খারাপ করবেন না। শীতকালে, গ্রীষ্মকালে যখন গাছভর্তি ফুল হবে তখন এমনিতেই আপনার মন আনন্দে ভরে উঠবে।
advertisement
advertisement
advertisement