Black Grapes Or Green Grapes: কালো আঙুর নাকি সবুজ আঙুর? স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ফলের মধ্যে আঙুরের উপকারিতা বহু। সুস্বাদু এই ফল দিয়েই ওয়াইন, জেলি-জ্যাম তৈরি হয়। বিভিন্ন রান্নায়ও ব্যবহার করা হয় আঙুর। আঙুর বিভিন্ন রকমের হয়ে থাকে— সবুজ, কালো, লাল। বিভিন্ন রঙের আঙুরের উপকারিতাও ভিন্ন। তবে, কোন রং-এর আঙুর বেশি স্বাস্থ্যকর?
advertisement
advertisement
ফলের মধ্যে আঙুরের উপকারিতা বহু। সুস্বাদু এই ফল দিয়েই ওয়াইন, জেলি-জ্যাম তৈরি হয়। বিভিন্ন রান্নায়ও ব্যবহার করা হয় আঙুর। আঙুর বিভিন্ন রকমের হয়ে থাকে— সবুজ, কালো, লাল ইত্যাদি। বিভিন্ন রঙের আঙুরের উপকারিতাও ভিন্ন। কালো আঙুরে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন সি রয়েছে। অন্যদিকে, সবুজ আঙুরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি এবং ভিটামিন-কে।
advertisement
advertisement
advertisement
