Birbhum Tourism: তারাপীঠের কাছেই মৌলিক্ষা দেবীর মন্দির, নেই রাজা, নেই রাজত্ব...তবু আজও ঐতিহ্য মেনে চলছে পুজো
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটি গ্রামের রাজবংশ, রাজত্ব কিছুই আর নেই। নেই সেই চাকচিক্য, জাঁকজমক জৌলুস৷ কিন্তু আজও মৌলিক্ষা মায়ের পুজো হয়ে আসছে বংশপরম্পরায় এবং রীতিনীতি মেনেই। ইতিহাসবিদদের মতে,প্রায় ১৮৫৭ সালে সাধক বামাক্ষ্যাপা মলুটি গিয়ে পুজো করতেন
advertisement
জানা যায়,বহু বছর আগে তারাপীঠের মা তারার মন্দিরের দেখভালের দায়িত্ব ছিল নাটোরের রানির তত্ত্বাবধানে। সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন। কোনও এক কারণ বসত মন্দিরের সেবায়েত মহারাজাকে অনেক ক্ষণ অপেক্ষা করিয়ে রাখেন। সেই কারণেই রাজা মা তারার পুজো না করেই ফিরে যান এবং মালুটি গ্রামে মৌলিক্ষা দেবীর মন্দিরে দেবীর ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন
advertisement
advertisement
advertisement







