জেল্লাদার ত্বক পেতে এ বার পেটে নয়, মুখে মাখুন চিনি
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
এ বার চিনি মুখে না পড়ুক ত্বকে পড়তে দোষ কোথায়? আখেরে লাভ আপনারই। চিনি পেটে নয়, গালে মাখুন। এটা আপনার ত্বকের জন্য বেশ উপকারী।
এক কাপ চা হোক বা কফি, পায়েস বা মিষ্টি চিনির স্বাদ পেতে কে না চায়! তবে ডায়াবেটিস আর ওবেসিটিতে ভুক্তভোগী মানুষের জন্য চিনি হল বিষ। অতিরিক্ত চিনিতেই ডেকে আনছে বিপদ। তবে এ বার মুখে না পড়ুক ত্বকে পড়তে দোষ কোথায়? দিনের শেষে আপনি কিন্তু ফল পাবেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, চিনি পেটে নয়, গালে মাখুন। এটা আপনার ত্বকের জন্য বেশ উপকারী।
advertisement
ত্বকের এক্সফোলিয়েশন – শীতের মরসুমে রুক্ষতা আপনার ত্বকের জেল্লা কেড়ে নিয়েছে। ত্বকের মৃত কোষ তুলতে ভাল কাজ দেয় চিনি। এক চা চামচ গরম অলিভ অয়েল বা গরম নারকোল তেলের সঙ্গে দু’চা চামচ চিনি মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। পনেরো মিনিট পরে মুখে আলতো করে স্ক্রাবিং করুন যত ক্ষণ মৃত কোষগুলি পুরোপুরি উঠে না যাচ্ছে। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন মৃত কোষ গুলি সরে উঠে গিয়ে ত্বক একেবারে ঝলমলিয়ে উঠেছে।
advertisement
advertisement
advertisement
advertisement