ওষুধ নয়, খুশকির মোকাবিলা করুন ঘরোয়া উপায়ে ! রইল টিপস--

Last Updated:
এক নিমেষে 'প্রেসটিজ পাংচার' ! স্টাইল করে কালো জামা পরলেন, অথচ ঘাড় থেকে পিঠ... সাদায় সাদা! থাবা মেরেছে খুশকি! এই সমস্যায় কম বেশি সবাই ভোগেন!
1/7
এক নিমেষে 'প্রেসটিজ পাংচার' ! স্টাইল করে কালো জামা পরলেন, অথচ ঘাড় থেকে পিঠ... সাদায় সাদা! থাবা মেরেছে খুশকি! এই সমস্যায় কম বেশি সবাই ভোগেন! বিশেষ করে শীতকালে! কারণ শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে, ফলে জাঁকিয়ে বসে খুশকি! পাশাপাশি মাথার স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন, অপরিষ্কার স্ক্যাল্প, শ্যাম্পু লাগিয়ে ভালো করে না ধোয়া, তৈলাক্ত স্ক্যাল্পে ধুলোবালি জমে যাওয়ার কারনেও খুশকি হয়। খুশকি দু ধরনের-- শুষ্ক ও তৈলাক্ত ! কিছু ঘরোয়া উপায় সহজেই খুশকির মোকাবিলা করতে পারেন-- Photo Source: Collected
এক নিমেষে 'প্রেসটিজ পাংচার' ! স্টাইল করে কালো জামা পরলেন, অথচ ঘাড় থেকে পিঠ... সাদায় সাদা! থাবা মেরেছে খুশকি! এই সমস্যায় কম বেশি সবাই ভোগেন! বিশেষ করে শীতকালে! কারণ শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে, ফলে জাঁকিয়ে বসে খুশকি! পাশাপাশি মাথার স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন, অপরিষ্কার স্ক্যাল্প, শ্যাম্পু লাগিয়ে ভালো করে না ধোয়া, তৈলাক্ত স্ক্যাল্পে ধুলোবালি জমে যাওয়ার কারনেও খুশকি হয়। খুশকি দু ধরনের-- শুষ্ক ও তৈলাক্ত ! কিছু ঘরোয়া উপায় সহজেই খুশকির মোকাবিলা করতে পারেন-- Photo Source: Collected
advertisement
2/7
অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ পাতি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প ও চুলের গোড়ায় লাগিয়ে রেখে, ২০ মিনিট বাদে শ্যাম্পু করে নিন।  Photo Source: Collected
অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ পাতি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প ও চুলের গোড়ায় লাগিয়ে রেখে, ২০ মিনিট বাদে শ্যাম্পু করে নিন। Photo Source: Collected
advertisement
3/7
২ কাপ জলে ১ কাপ অ্যালোভেরা জেল ফুটিয়ে নিন। ঠান্ডা হলে মিশ্রণটি স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।  Photo Source: Collected
২ কাপ জলে ১ কাপ অ্যালোভেরা জেল ফুটিয়ে নিন। ঠান্ডা হলে মিশ্রণটি স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। Photo Source: Collected
advertisement
4/7
৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলো ৪-৫ কাপ জলে ২০ মিনিট ফোটান। ঠাণ্ডা হয়ে গেলে পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।  Photo Source: Collected
৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলো ৪-৫ কাপ জলে ২০ মিনিট ফোটান। ঠাণ্ডা হয়ে গেলে পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। Photo Source: Collected
advertisement
5/7
সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ভুলেও ব্যবহার করবেন না। পরিমাণে কম শ্যাম্পু ও বেশি জল ব্যবহার করুন। Photo Source: Collected
সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ভুলেও ব্যবহার করবেন না। পরিমাণে কম শ্যাম্পু ও বেশি জল ব্যবহার করুন। Photo Source: Collected
advertisement
6/7
শ্যাম্পু করার ৩০ মিনিট আগে ২ টেবিল চামচ ভিনিগার নিয়ে মাথার স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। স্ক্যাল্পে ময়লা জমতে দেবেন না। ময়লা থেকে খুশকি জন্ম নেবেই!  Photo Source: Collected
শ্যাম্পু করার ৩০ মিনিট আগে ২ টেবিল চামচ ভিনিগার নিয়ে মাথার স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। স্ক্যাল্পে ময়লা জমতে দেবেন না। ময়লা থেকে খুশকি জন্ম নেবেই! Photo Source: Collected
advertisement
7/7
শসা এবং আদার রস সমপরিমাণে মিশিয়ে মাথায় মাখুন। কখনও গরম জল দিয়ে চুল ধোবেন না!  Photo Source: Collected
শসা এবং আদার রস সমপরিমাণে মিশিয়ে মাথায় মাখুন। কখনও গরম জল দিয়ে চুল ধোবেন না! Photo Source: Collected
advertisement
advertisement
advertisement