কফি ছাড়া অনেকেরই দিন শুরু হয় না আবার শেষও হয় না। কফিপ্রেমীরা অনেক সময় বুঝতেই পারেন না কেন তাঁরা এত বেশি করে ব্রণর সমস্যায় ভুগছেন। তাঁরা জানেন না যে তাঁদের অজান্তেই কফি নামের প্রিয় পানীয় এই ক্ষতি (Acne Care | Beauty tips) করছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে কীভাবে সমাধান করতে হবে এই সমস্যার? প্রতীকী ছবি।
ব্রণ আসলে কী? এটা কি শুধুই খাদ্য ও পানীয় থেকে হয়?
দূষণ, বাতাসে ধুলো ধোঁয়া, অত্যাধিক প্রসাধনীর ব্যবহার এবং তেল মশলা যুক্ত খাবার বেশি খেলে ত্বকে ব্রণ দেখা দেয়। রূপ বিশেষজ্ঞরা মনে করেন যে অতিরিক্ত কফি পান (Acne Care | Beauty tips) , দুগ্ধজাত খাবার খাওয়া, পাউরুটি, মশলা দেওয়া খাবার ও জাঙ্ক ফুডের কারণে ত্বকে ব্রণ দেখা দিতে পারে। প্রতীকী ছবি।
ব্রনর জন্য কেন দায়ী কফি?
আগেই বলা হয়েছে অতিরিক্ত কফি পান অ্যাকনে ও ব্রণর সমস্যা বাড়িয়ে দিতে পারে। তবে তার মানে এই নয় যে কফিপান করলেই ব্রণ হয় (Acne Care | Beauty tips)। ব্রণহয় হরমোনের ভারসাম্য না থাকলে। আর এই ভারসাম্যহীনতা দেখা দেয় অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভাসের কারণে। সেই কারণেই চিকিৎসক ও রূপ বিশেষজ্ঞরা তৈলাক্ত, চিনিযুক্ত, মশলাদার ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন যা শরীরে তাপ বাড়িয়ে ব্রন সৃষ্টি করে। প্রতীকী ছবি।
ডায়েট পরিবর্তনে কি ব্রন কমবে?
কফি একটি প্রাকৃতিক মূত্রবর্ধক। তৈলাক্ত এবং জাঙ্ক ফুড যাঁরা বেশি খান এবং তার সঙ্গে সঙ্গে কফিও বেশি পান করেন তাঁদের শরীরে জলের অভাবে দেখা দেয় এবং ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় (Acne Care | Beauty tips) । এর থেকেই মূলত ব্রেকআউট হয়। এছাড়াও অত্যাধিক কফি পানের ফলে প্রয়োজনীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় খনিজ পদার্থ বের হয়ে যায় এবং ডিহাইড্রেশন সৃষ্টি করে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হল শরীরকে হাইড্রেট করা এবং ডায়েটে পরিবর্তন আনা। প্রতীকী ছবি।