বাড়ছে তাপমাত্রা, শরীর হাইড্রেটেড রাখতে খাওয়া যেতে পারে এগুলি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বেশ কিছু সমীক্ষা বলছে, জলের অভাবে মস্তিস্কও কর্মক্ষমতা হারায়। যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।
শরীরে ৬০ শতাংশই জল। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে জলের প্রয়োজনীয়তা রয়েছে। গরম কালে অতিরিক্ত ঘামের ফলে যেহেতু শরীরে জলের পরিমাণ কমে যায়, তাই এই সময়ে জল খাওয়ার পরিমাণও বাড়াতে হয়। চিকিৎসকরা বলে থাকেন, তা না হলে গা-বমি, মাথা ঘোরা, হার্টের সমস্যা বা তাপমাত্রা ওঠা-নামা এমনকী কিডনির সমস্যাও হতে পারে। বেশ কিছু সমীক্ষা বলছে, জলের অভাবে মস্তিস্কও কর্মক্ষমতা হারায়। যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। চিকিৎসকরা তাই বলে থাকেন, শরীর ভালো রাখতে শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। দেখে নেওয়া যাক কী কী উপায়ে শরীর হাইড্রেটেড রাখা যেতে পারে।
advertisement
জল - শরীরকে হাইড্রেটেড রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২ থেকে ৩ লিটার জল খাওয়া প্রয়োজন। তবে, তাপমাত্রা বেশি থাকলে বা গরমকাল পড়লে এই পরিমাণ বাড়াতে হবে। জলে আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়াম থাকে। ফলে জল শুধু অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতেই নয়, মেটাবলিক সিস্টেম ঠিক রাখতেও প্রয়োজন পড়ে। আর এক্ষেত্রে বাইরে বের হলেই সব সময়ে জল সঙ্গে রাখা দরকার।
advertisement
advertisement
চা ও কফি - অনেকে রিফ্রেশ থাকতে চা ও কফি খেয়ে থাকেন। তবে, এই দুই পানীয় রিফ্রেশ করার পাশাপাশি কিন্তু শরীরকে হাইড্রেটেডও করে। চায়ে অ্যান্টি-অক্সিড্যান্টস থাকে যা কার্ডিওভাসকুলার ডিজিজ বা CVD কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও ক্যানসার প্রতিরোধ করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, লিভার ও কিডনির বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও এই দুই পানীয় সাহায্য করে। তবে, মাথায় রাখতে হবে অতিরিক্ত কফিপানের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
advertisement
advertisement