2026 Holiday Calendar: ১২ মাসে ৯ লং উইকএন্ড! ২০২৬ সালে স্কুল, কলেজ, অফিসের ছুটির তালিকা লম্বা, দেখে নিন সম্পূর্ণ লিস্ট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
2026 Holiday Calendar: রা বছরে কী কী ছুটি আপনার হাতে রয়েছে জানা থাকলে আগে থেকেই সাজিয়ে রাখতে পারেন পরিকল্পনা। সেই পরিকল্পনা একলা বেরিয়ে পড়ার হতে পারে। স্কুল, কলেজ, অফিসে কোন কোন দিন ছুটি পাবেন? জানুন...
advertisement
advertisement
advertisement
*জানুয়ারিঃ অফিসে একটি ছুটি নিয়ে নিতে পারলে জানুয়ারিতেই হাতে পেতে পারেন চারদিনের লম্বা ছুটি। এই ছুটিতে শান্তিনিকেতন কিংবা পুরুলিয়ার মতো জায়গায় ঘুরে আসতেই পারেন। ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি। ২৪ এবং ২৫ জানুয়ারি হল শনি এবং রবিবার। ২৩ তারিখ শুক্রবার একটা ছুটি নিয়ে নিতে পারলেই প্ল্যান রেডি। এই ছুটিতে পকেট ভর্তি থাকলে ঘুরে নিতে পারেন মেঘালয়, পুদুচেরী বা ব্যাঙ্কক, মলদ্বীপও।
advertisement
*মার্চঃ মার্চে দু’দিনের ছুটি নিতে পারলেই পাঁচ দিনের লম্বা ছুটি রেডি হয়ে যাবে। ৪ মার্চ বুধবার হোলির ছুটি। তার আগে ২ মার্চ আর ৩ মার্চ অর্থাৎ সোমবার আর মঙ্গলবার ছুটি নিয়ে নিলেই শনি থেকে বুধ একটা লম্বা ছুটি। এই ছুটিতে ঘুরে আসতে পারেন রাজ্য বা দেশের যে কোনও জায়গা থেকেই। পকেটের অবস্থা বুঝে প্ল্যান করে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
*অক্টোবরঃ ২ অক্টোবর শুক্রবার গান্ধি জয়ন্তীর ছুটি। সঙ্গে ৩ অক্টোবর আর ৪ অক্টোবর মিলিয়ে নিলেই শুক্র থেকে রবি, একটা লম্বা ছুটি পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, ২০ অক্টোবর মঙ্গলবার দশমী বা দশেরার ছুটি। ১৯ অক্টোবর সোমবার একটা ছুটি নিতে পারলেই ১৭ অক্টোবর শনিবার থেকে ২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত চার দিনের লম্বা ছুটি।
advertisement
advertisement









