উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। অস্বস্তি সূচক বাড়বে। ফিল লাইক টেম্পারেচার ৪০ ডিগ্রি ছাড়াবে। বেলা যতো বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। Representative Image
আজ, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। Representative Image
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কেরলে ঢুকে পড়বে বর্ষা। মৌসুমী বায়ু কেরলের খুব কাছেই দক্ষিণ আরব সাগরে পৌঁছে গিয়েছে। মেঘের ঘনঘটা কেরল উপকূলে। ভারতের মূল ভূখণ্ড কেরলে মৌসুমী বায়ু ঢুকে পড়লেই দেশের অভ্যন্তরে মৌসুমী বায়ুর গতি বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে আবহাওয়া দফতর। Representative Image