West Bengal Weather Update || আগামী কয়েকদিন বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
- Published by:Rachana Majumder
Last Updated:
West Bengal Weather Update || উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বর্ষাকালেও গরমের অস্বস্তি। আগামী কয়েক দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ৩৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। প্রতিবেদন- বিশ্বজিৎ সাহা, ছবি-প্রতীকী
advertisement
advertisement
উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র। আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে। তার জেরে দক্ষিণবঙ্গের একাংশে সপ্তাহান্তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
advertisement
advertisement