West Bengal Weather Update: বৃষ্টির দেখা নেই এ মাসেও, বাড়বে অস্বস্তি! জানুন আবহাওয়ার বড় পূর্বাভাস
- Published by:Raima Chakraborty
Last Updated:
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। (West Bengal Weather Update)
advertisement
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪/৫ দিন রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য জেলার তুলনায় এই পাঁচ জেলায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। এই কারণে একটানা বা একসঙ্গে বেশি এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। উপকূল ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩৩ ডিগ্রি বা তার ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও নব্বই শতাংশের বেশি। এই দুই কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে।
advertisement
একটি নিম্নচাপ রয়েছে আরব সাগর এবং কচ্ছ এলাকায়। মৌসুমী অক্ষরেখা ওই নিম্নচাপ ও কচ্ছ এলাকা থেকে গুজরাটের গান্ধিনগর হয়ে ইন্দোর এবং পেন্ডরা রোড ও ভুবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরব সাগর উপকূলে আরও একটি অফসোর অক্ষরেখা রয়েছে। যেটি গুজরাত থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায়।
advertisement
পশ্চিমের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা। আগামী কয়েক দিন পশ্চিমের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার পাঁচ দিন কঙ্কন, গোয়া কর্ণাটক, গুজরাতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টি হবে কর্ণাটক এবং মধ্য মহারাষ্ট্র। মুম্বই, মধ্য মহারাষ্ট্র এবং ঘাট এলাকাতে ৯ জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৮ জুলাই গুজরাতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ এবং দশ জুলাই। জম্মু-কাশ্মীরে ৮ এবং ৯ জুলাই অতিভারী বৃষ্টির সতর্কতা। আগামী ৪৮ ঘন্টায় পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি ও রাজস্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টি বাড়বে, ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলিতে। তথ্য- বিশ্বজিৎ সাহা