Home » Photo » kolkata » West Bengal Cyclone Asani Forecast|| সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অশনি'? এই মুহূর্তে কোথায় অবস্থান? কতটা প্রভাব পড়বে রাজ্যে?

West Bengal Cyclone Asani Forecast|| সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অশনি'? এই মুহূর্তে কোথায় অবস্থান? কতটা প্রভাব পড়বে রাজ্যে?

West Bengal Cyclone Asani Forecast: ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘অশনি’। শ্রীলঙ্কার দেওয়া নাম। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত নিম্নচাপ হয়ে ৮-১০ মে-এর মধ্যে ফের সুন্দরবনে আছড়ে পড়ার আশঙ্কা। আবার ঘূর্ণিঝড় তৈরি হলেও আপাতত সেটির অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হতে পারে৷