Weather Update: উত্তরবঙ্গে জমিয়ে বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে কখন ঝড়বৃষ্টি

Last Updated:
বিকেল -সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়াও৷
1/8
#কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও, দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ৷ নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে ঢুকে পড়েছে। উত্তরবঙ্গে ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে বর্ষার এখনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। তবে বিকেল -সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়াও৷
#কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও, দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ৷ নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে ঢুকে পড়েছে। উত্তরবঙ্গে ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে বর্ষার এখনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। তবে বিকেল -সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়াও৷
advertisement
2/8
উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
3/8
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। বিকেল , সন্ধ্যার দিকে অস্থায়ী ভাবে গরম থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ যাতে সাময়িক ভাবে তাপের ছোবল থেকে মুক্তি পেলেও ফের অস্বস্তি হবে৷
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। বিকেল , সন্ধ্যার দিকে অস্থায়ী ভাবে গরম থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ যাতে সাময়িক ভাবে তাপের ছোবল থেকে মুক্তি পেলেও ফের অস্বস্তি হবে৷
advertisement
4/8
কলকাতার তাপমাত্রা তিরিশের কোঠায় থাকলেও সেই ফিল লাইক তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হওয়ায় একেবারে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জনজীবন৷
কলকাতার তাপমাত্রা তিরিশের কোঠায় থাকলেও সেই ফিল লাইক তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হওয়ায় একেবারে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জনজীবন৷
advertisement
5/8
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ এবং দুই দিনাজপুরে ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে। মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ এবং দুই দিনাজপুরে ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে। মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।
advertisement
6/8
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওড়িশা ও উপকূল লাগোয়া এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওড়িশা ও উপকূল লাগোয়া এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের।
advertisement
7/8
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গতকাল পর্যন্ত চিকমাগালুর ,বেঙ্গালুরু,  ধর্মাপুরি থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। আগামী দু'দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এর বাকি অংশ এবং উত্তরবঙ্গ সিকিমের বাকি অংশ ঢুকে পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গতকাল পর্যন্ত চিকমাগালুর ,বেঙ্গালুরু,  ধর্মাপুরি থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। আগামী দু'দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এর বাকি অংশ এবং উত্তরবঙ্গ সিকিমের বাকি অংশ ঢুকে পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷
advertisement
8/8
এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। উত্তর প্রদেশ এবং আরও দু'টি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এছাড়াও দুটি টার্ফ রয়েছে বা অক্ষরেখা রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত এটি বিহার উত্তরবঙ্গ এবং আসাম এর উপর দিয়ে বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। উত্তর প্রদেশ এবং আরও দু'টি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এছাড়াও দুটি টার্ফ রয়েছে বা অক্ষরেখা রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত এটি বিহার উত্তরবঙ্গ এবং আসাম এর উপর দিয়ে বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
advertisement
advertisement
advertisement