Weather Update: দু’তিন দিনেই হুড়মুড়িয়ে নামছে পারদ, এই চার জেলায় তুমুল বৃষ্টি! আর কী কী বলছে ওয়েদার আপডেট?
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষার বৃষ্টি বাড়বে। আজ ও কিছু জেলাতে অস্বস্তি থাকবে আর্দ্রতাজনিত কারণে। বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
advertisement
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজও প্রবল বর্ষার বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিন জেলায়। আগামী ২৪ ঘণ্টায় উপরের দিকের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজ বুধবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ছ'দিন একই অবস্থানে থাকার পর ১৮ জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। ১৯ জুন বর্ষা ঢুকেছে কলকাতা শহর দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে। বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশেও মৌসুমি বায়ু ঢুকে পড়বে বলে জানা গিয়েছে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পরে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ থেকে ক্রমশ নীচের দিকে নামবে বৃষ্টির প্রভাব।
advertisement
দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষার বৃষ্টি বাড়বে। আজও কিছু জেলায় আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই চার জেলাতে।
advertisement
কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে কয়েক জেলায়। দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আর কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
advertisement
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে সামান্য ১.৮ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement







