Weather Forecast: গরম থেকে মুক্তি! রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Weather Update: বর্ষার বৃষ্টি শুরু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু কেরলেও
advertisement
advertisement
অন্যদিকে ভারতের বিচ্ছিন্ন ভূখণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা আসে ২২ মে। এবছর এই সিস্টেমের প্রভাবে একুশে মে অর্থাৎ নির্ধারিত সময়ের একদিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। একুশে মেয়ে আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিশ্চিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর শুরু হয়েছে বর্ষার প্রবল বৃষ্টি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। গত কয়েকদিন পর এক বরষার বৃষ্টিতে ভিজেছে দ্বীপপুঞ্জ।
advertisement
কেরলে মৌসুমী বায়ু যথাসময়ে প্রবেশ করলেও অনেক সময় বঙ্গে বর্ষা প্রবেশে ঢিলেমি হয়। যথাসময়ে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু আন্দামান ও কেরলে এলে তা কবে বাংলায় আসবে তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী কলকাতায় বর্ষার প্রবেশ ১২ জুন আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি বর্ষা প্রবেশ করে ৭ জুন। যথাসময়ে বর্ষা এলে জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে এবং দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার প্রবল সম্ভাবনা।
advertisement
প্রচন্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা। উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির সর্তকতা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
আজ কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই অস্বস্তিকর গরম থাকবে । তাপমাত্রা ও জলীয়বাষ্পের কারণে অস্বস্তি থাকবে সারাদিন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯০ শতাংশ। বৃস্টি না হওয়ায় গরম ও অস্বস্তি বাড়ছে।