ধেয়ে আসছে কালবৈশাখী, রাজ্য়ে বজ্রবিদ্য়ুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আগামী ৪৮ ঘন্টাতে বিক্ষিপ্ত হালকা ঝড়-বৃষ্টি রাজ্যে।
advertisement
দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ক্রমশ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। নিম্নচাপের গতি শ্লথ হয়েছে বলে মত আবহাওয়াবিদদের। আগামী ২৪ ঘন্টা গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অবস্থান করবে। পরে আরও শক্তি বাড়িয়ে প্রতি গভীর নিম্নচাপে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৫ মে পর্যন্ত। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় হওয়ার কোন সম্ভাবনা উল্লেখ করে নি আবহাওয়া দপ্তর।
advertisement
advertisement
advertisement
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১.১ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement
আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে। বেশি বৃষ্টি হবে নিকোবর আইল্যান্ডে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা আসামসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
advertisement