West Bengal Corona Update|| কালীপুজোর আগে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ধরাচ্ছে ভয়...

Last Updated:
West Bengal coronavirus update on 25th October: ফের ভয় ধরাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এক ধাক্কায় অনেকটা বেড়েছে পজিটিভিটি রেট।
1/6
*ফের ভয় ধরাতে শুরু করেছে রাজ্যের করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে পজিটিভিটি রেট। প্রতীকী ছবি।
*ফের ভয় ধরাতে শুরু করেছে রাজ্যের করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে পজিটিভিটি রেট। প্রতীকী ছবি।
advertisement
2/6
*গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৫ জন। রবিবার সংখ্যাটা ছিল ৯৮৯। করোনা পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমলেও পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.৭৭ শতাংশ। প্রতীকী ছবি।
*গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৫ জন। রবিবার সংখ্যাটা ছিল ৯৮৯। করোনা পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমলেও পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.৭৭ শতাংশ। প্রতীকী ছবি।
advertisement
3/6
*২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২২৯ জন। তিন জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ১৪২।  মৃত্যু হয়েছে ৩ জনের। প্রতীকী ছবি।
*২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২২৯ জন। তিন জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ১৪২।  মৃত্যু হয়েছে ৩ জনের। প্রতীকী ছবি।
advertisement
4/6
*রাজ্যে একদিনে করোনার বলি ১১। ফলে ফের যে সংক্রমণ ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে, এই পরিসংখ্যান হাতে পাওয়ার পর, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতীকী ছবি।
*রাজ্যে একদিনে করোনার বলি ১১। ফলে ফের যে সংক্রমণ ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে, এই পরিসংখ্যান হাতে পাওয়ার পর, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতীকী ছবি।
advertisement
5/6
*উল্লেখ্য, করোনাকে বাগে রাখতে পুজোর সময়ও একাধিক বিধিনিষেধ জারি ছিল রাজ্যে। মণ্ডপে প্রবেশের অনুমতি পাননি সাধারণ মানুষ। তা সত্ত্বেও পুজো পরবর্তী করোনার বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে। প্রতীকী ছবি।
*উল্লেখ্য, করোনাকে বাগে রাখতে পুজোর সময়ও একাধিক বিধিনিষেধ জারি ছিল রাজ্যে। মণ্ডপে প্রবেশের অনুমতি পাননি সাধারণ মানুষ। তা সত্ত্বেও পুজো পরবর্তী করোনার বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে। প্রতীকী ছবি।
advertisement
6/6
*উল্লেখ্য, ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের ডেল্টা প্রজাতির (Covid Delta Variant) নতুন মিউটেশন (New Mutation)। নাম AY.4.2। ব্রিটেন জুড়ে ইতিমধ্যেই মাথাচাড়া দিচ্ছে এই প্রজাতি। খুব কম সংখ্যায় হলেও ভারতেও এই ভ্যারিয়েন্ট (AY.4.2 Variant) মিলেছে। এবার এমনই উদ্বেগের কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গবেষক ফোরাম INSACOG। ফাইল ছবি।
*উল্লেখ্য, ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের ডেল্টা প্রজাতির (Covid Delta Variant) নতুন মিউটেশন (New Mutation)। নাম AY.4.2। ব্রিটেন জুড়ে ইতিমধ্যেই মাথাচাড়া দিচ্ছে এই প্রজাতি। খুব কম সংখ্যায় হলেও ভারতেও এই ভ্যারিয়েন্ট (AY.4.2 Variant) মিলেছে। এবার এমনই উদ্বেগের কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গবেষক ফোরাম INSACOG। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement