নির্দিষ্ট দিনের ঠিক ১ দিন পর বর্ষা ঢুকল বঙ্গে, শুরুতেই জল ভোগান্তির ছবি শহরজুড়ে

Last Updated:
1/6
• ১২ জুন বর্ষা প্রবেশ করল বঙ্গে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় এবং পুরো সিকিম জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকল আজই। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী কলকাতায় বর্ষা প্রবেশ এর দিনক্ষণ ১১ জুন। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষা প্রবেশের সূচি ৭ জুন। আর শিলিগুড়িতে ৯ জুন।
• ১২ জুন বর্ষা প্রবেশ করল বঙ্গে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় এবং পুরো সিকিম জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকল আজই। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী কলকাতায় বর্ষা প্রবেশ এর দিনক্ষণ ১১ জুন। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষা প্রবেশের সূচি ৭ জুন। আর শিলিগুড়িতে ৯ জুন।
advertisement
2/6
• আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী উত্তরবঙ্গে কিছুটা দেরিতে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভাবিক সময়েই পৌঁছে গিয়েছে।
• আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী উত্তরবঙ্গে কিছুটা দেরিতে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভাবিক সময়েই পৌঁছে গিয়েছে।
advertisement
3/6
• উল্লেখ্য ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা এসেছিল আবহাওয়া দফতরের ক্যালেন্ডার মেনে পয়লা জুন। এবারে স্বাভাবিক বর্ষার বার্তাই দিয়েছে আবহাওয়া দফতর।
• উল্লেখ্য ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা এসেছিল আবহাওয়া দফতরের ক্যালেন্ডার মেনে পয়লা জুন। এবারে স্বাভাবিক বর্ষার বার্তাই দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/6
• আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে । কলকাতায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত ।
• আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে । কলকাতায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত ।
advertisement
5/6
• আর বৃষ্টি শুরু হতেই শহরের সেই চেনা জল জমার ছবি আবারও একইভাবে ধরা দিচ্ছে ।
• আর বৃষ্টি শুরু হতেই শহরের সেই চেনা জল জমার ছবি আবারও একইভাবে ধরা দিচ্ছে ।
advertisement
6/6
• সকালের বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তা । ক্যামাক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউতে জমেছে জল । বিডন স্ট্রিটেও জমা জলে দুর্ভোগ । জল জমায় শহরে যান চলাচল ব্যহত হচ্ছে ।
• সকালের বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তা । ক্যামাক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউতে জমেছে জল । বিডন স্ট্রিটেও জমা জলে দুর্ভোগ । জল জমায় শহরে যান চলাচল ব্যহত হচ্ছে ।
advertisement
advertisement
advertisement