Kolkata Book fair: বইমেলার বাড়তি সুবিধা.. বাড়তি মেট্রো! রবিবারও স্পেশাল বন্দোবস্ত, প্রথম এবং শেষ ট্রেন কখন জেনে রাখুন

Last Updated:
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের বইমেলা৷ গত কয়েক বছরের মতো করুণাময়ীর সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণের বসছে মেলা
1/5
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের বইমেলা৷ গত কয়েক বছরের মতো করুণাময়ীর সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণের বসছে মেলা৷ আর বইমেলা উপলক্ষে ওই ক’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে চলবে বাড়তি ট্রেন৷ ঘোষণা করে দিল কলকাতা মেট্রো৷
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের বইমেলা৷ গত কয়েক বছরের মতো করুণাময়ীর সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণের বসছে মেলা৷ আর বইমেলা উপলক্ষে ওই ক’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে চলবে বাড়তি ট্রেন৷ ঘোষণা করে দিল কলকাতা মেট্রো৷
advertisement
2/5
সকাল 06:55 টায় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V. 07:00 টায় সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ৷ শেষ ট্রেন শিয়ালদহ থেকে রাত 21:35 মিনিটে, সল্টলেক থেকে 21:40 মিনিটে৷
সকাল 06:55 টায় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V. 07:00 টায় সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ৷ শেষ ট্রেন শিয়ালদহ থেকে রাত 21:35 মিনিটে, সল্টলেক থেকে 21:40 মিনিটে৷
advertisement
3/5
এই রুটে (গ্রিন লাইনে) সাধারণত ১০৬টি মেট্রো চলে৷ তবে বইমেলার জন্য ১২০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ৷ সকাল ৬টা ৫৫মিনিটে ছাড়বে প্রথম মেট্রো৷ শেষ ট্রেন থাকবে রাত ১০টার সময় পর্যন্ত৷ তারমধ্যে বিকেল ১৪.৫৫ থেকে রাত ২১.১৯ পর্যন্ত মেট্রো চলবে ১২ মিনিট অন্তর৷
এই রুটে (গ্রিন লাইনে) সাধারণত ১০৬টি মেট্রো চলে৷ তবে বইমেলার জন্য ১২০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ৷ সকাল ৬টা ৫৫মিনিটে ছাড়বে প্রথম মেট্রো৷ শেষ ট্রেন থাকবে রাত ১০টার সময় পর্যন্ত৷ তারমধ্যে বিকেল ১৪.৫৫ থেকে রাত ২১.১৯ পর্যন্ত মেট্রো চলবে ১২ মিনিট অন্তর৷
advertisement
4/5
রবিবারও থাকছে বাড়তি মেট্রোর বন্দোবস্ত৷ ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত রবিবার করে মেট্রো চলবে ৮০টি৷ রবিবার বেলা ১২টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো৷ বেলা ১৪টা ৫৫ মিনিট থেকে ২১টা ১৯ পর্যন্ত ১২ মিনিট অন্তর চলবে মেট্রো৷
রবিবারও থাকছে বাড়তি মেট্রোর বন্দোবস্ত৷ ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত রবিবার করে মেট্রো চলবে ৮০টি৷ রবিবার বেলা ১২টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো৷ বেলা ১৪টা ৫৫ মিনিট থেকে ২১টা ১৯ পর্যন্ত ১২ মিনিট অন্তর চলবে মেট্রো৷
advertisement
5/5
রবিবার শিয়ালদহ থেকে প্রথম মেট্রো থাকবে ১২টা ৫৫ থেকে৷ সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়৷ শিয়ালদহ থেকে শেষ মেট্রো রাত ২১টা ৩৫ মিনিটে৷ সল্টলেক সেক্টর V থেকে শেষ ট্রেন থাকবে ২১টা ৪০মিনিটে৷
রবিবার শিয়ালদহ থেকে প্রথম মেট্রো থাকবে ১২টা ৫৫ থেকে৷ সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়৷ শিয়ালদহ থেকে শেষ মেট্রো রাত ২১টা ৩৫ মিনিটে৷ সল্টলেক সেক্টর V থেকে শেষ ট্রেন থাকবে ২১টা ৪০মিনিটে৷
advertisement
advertisement
advertisement