Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করে গোটা বিশ্ব, পশ্চিমবঙ্গের প্রায় ৯ কোটি মানুষের রয়েছে নাম! কী সুবিধা মেলে এই প্রকল্পে জানেন তো? কোন রোগে কত টাকার প্যাকেজ মেলে? জানুন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Swasthya Sathi: রাজ্যে বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জনের। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকার ব্যয় করেছে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা।
স্বাস্থ্য পরিষেবাকে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে পশ্চিমবঙ্গ সরকারের নানা ধরনের প্রকল্পের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য নাম ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য, রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে নিখরচায় সরকারি এবং প্রকল্পের আওতাভুক্ত সমস্ত বেসরকারি হাসপাতাল থেকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দেওয়া।
advertisement
advertisement
রাজ্যে বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জনের। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকার ব্যয় করেছে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা। বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক সুকান্ত কুমার পালের প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
advertisement
advertisement
সেই নিয়ম অনুযায়ী, কোনও রোগীকে যে অস্ত্রোপচারের জন্য ভরতি করা হবে হাসপাতালে, শুধু তারই টাকা দেওয়া হবে। তাছাড়া হাসপাতালে ভর্তির পর যদি রোগীর অন্য কোনও রোগ ধরা পড়ে, তাহলে তার জন্য বরাদ্দ করা হবে না অর্থ। শুধু দেওয়া হবে ভর্তির কারণের টাকা। এমনকি যদি কোনও রোগী হাসপাতালে দশদিনের বেশি ভর্তি থাকেন হাসপাতালে, তাহলে সেই রোগীর মেডিক্যাল অডিট হয়। এরপরেই সরকার বিলের টাকা বরাদ্দ করে।
advertisement
বর্তমানে ২৯১৪টি সরকারি ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথীর অধীনে নথিভুক্ত। তবে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠছে। এ প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, স্বাস্থ্যসাথী কার্ডে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর রয়েছে, যেখানে 24x7 অভিযোগ জানানো যায়। যদি কোনও নথিভুক্ত বেসরকারি হাসপাতাল পরিষেবা দিতে অস্বীকার করে, তাহলে এই নম্বরে ফোন করলেই সরকার দ্রুত ব্যবস্থা নেবে।
advertisement
কোন রোগের জন্য কত টাকা প্যাকেজ মিলবে জানবেন কীভাবে? প্রথমে স্বাস্থ্য সাথীর সরকারি পোর্টালে যান। https://swasthyasathi.gov.in/- এখানে ক্লিক করুন। তারপর পেজের ডানদিকে ‘Latest Blog’ এর মধ্যে ‘View All’ এ ক্লিক করুন। এবার ‘Lates Blog’ নামের অন্য একটি পেজ খুলবে। সেই পেজে বাঁদিকে ‘Package Details’ এ ক্লিক করুন। এর পরের পেজে ‘Grade’ ও ‘Procedure’ এ রোগের ধরন ও চিকিৎসা পদ্ধতি নির্বাচন করুন। আপনার নির্বাচিত বিকল্প অনুযায়ী প্যাকেজ সম্বন্ধে বিস্তারিত তথ্য় দেখতে পারবেন।