Sovan-Baisakhi Jamai Sasthi 2022|| 'জামাই' শোভনের ষষ্ঠীর দায়িত্বে বৈশাখী! খাইয়েও দিলেন নিজের হাতে, ভাইরাল ছবি...

Last Updated:
Sovan Chattopadhyay Baisakhi Banerjee Jamai Sasthi Photos: সব জামাইদের মতো এ দিন জামাইষষ্ঠীর মহাভোজ খেয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। আর খাইয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের জামাইষষ্ঠী পালনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
1/9
*রবিবার ছিল এ বছরের জামাইষষ্ঠী। এ দিন সাধারণত বাঙালি খাবারেরই চল বেশি থাকে। ভাত, লুচি, পোলাও, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, ইলিশ ভাপা, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, তেল কৈ ইত্যাদি তো আছেই। পাশাপাশি রেজালা, কোরমা, কালা ভুনা, ভর্তা থেকে ম্যাঞ্চুরিয়ান, সসেজ, স্যুপ, রকমারি সরবত। কী চাই? 
*রবিবার ছিল এ বছরের জামাইষষ্ঠী। এ দিন সাধারণত বাঙালি খাবারেরই চল বেশি থাকে। ভাত, লুচি, পোলাও, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, ইলিশ ভাপা, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, তেল কৈ ইত্যাদি তো আছেই। পাশাপাশি রেজালা, কোরমা, কালা ভুনা, ভর্তা থেকে ম্যাঞ্চুরিয়ান, সসেজ, স্যুপ, রকমারি সরবত। কী চাই? 
advertisement
2/9
*সব জামাইদের মতো এ দিন জামাইষষ্ঠীর মহাভোজ খেয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। আর খাইয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের জামাইষষ্ঠী পালনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
*সব জামাইদের মতো এ দিন জামাইষষ্ঠীর মহাভোজ খেয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। আর খাইয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের জামাইষষ্ঠী পালনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
3/9
*শোভন চট্টোপাধ্যায়কে নানা পদে সাজিয়ে খেতে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
*শোভন চট্টোপাধ্যায়কে নানা পদে সাজিয়ে খেতে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/9
*জামাইষষ্ঠীর পালনের ছিল ছোট্ট মহুলও। মা তাকে আশীর্বাদ করছেন।
*জামাইষষ্ঠীর পালনের ছিল ছোট্ট মহুলও। মা তাকে আশীর্বাদ করছেন।
advertisement
5/9
*মহুলকে খাইয়ে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
*মহুলকে খাইয়ে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
6/9
*শোভন চট্টোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
*শোভন চট্টোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
7/9
*শোভন চট্টোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছে ছোট্ট মহুল।
*শোভন চট্টোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছে ছোট্ট মহুল।
advertisement
8/9
*শোভন চট্টোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
*শোভন চট্টোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
9/9
*এ দিন জামাইষষ্ঠী পালনের ছবি পোস্ট করে বৈশাখী ক্যাপশনে লেখেন, 'মায়ের শরীর ভাল নেই, তাই তিনি আস্তে পারেননি। কিন্তু মা তো মা-ই। আর শোভন মায়ের কাছে জামাইয়ের থেকে অনেক বেশী ছেলে। তাই মা মহুল, শোভন এবং আমার জন্য সমস্ত কিছু আয়োজনের নির্দেশ দিয়েছিলেন, আমি পালন করেছি সাধ্যমতো।'
*এ দিন জামাইষষ্ঠী পালনের ছবি পোস্ট করে বৈশাখী ক্যাপশনে লেখেন, 'মায়ের শরীর ভাল নেই, তাই তিনি আস্তে পারেননি। কিন্তু মা তো মা-ই। আর শোভন মায়ের কাছে জামাইয়ের থেকে অনেক বেশী ছেলে। তাই মা মহুল, শোভন এবং আমার জন্য সমস্ত কিছু আয়োজনের নির্দেশ দিয়েছিলেন, আমি পালন করেছি সাধ্যমতো।'
advertisement
advertisement
advertisement