সোমবার ২৫ এপ্রিল ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলে কথা, সেটাকে স্পেশ্যাল না করে তুললে চলে নাকি? আর দিনটা ধুমধাম করে পালন করতে বিশেষ উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি আর কেউ নন, বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়। আগের দিন রাত ১২টা থেকেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। সেই উদযাপন চলে গোটা জন্মদিন জুড়েই। আর তার পরতে পরতে ছিল বিশেষ বিশেষ মুহূর্তের সমাহার। প্রতীকী ছবি।