দাদা- সৌরভ গঙ্গোপাধ্যায় একদম নিখাদ বাঙালি৷ তাঁর ক্রিকেট কেরিয়ারের সময় থেকেই যখনই সময় পেতেন পাড়ার দুর্গাপুজোয় মাতেন৷ এবারেও তার ব্যতিক্রম হল না৷ বিসিসিআই প্রেসিডেন্ট এবারও হাজির নিজের পাড়ার পুজোয়৷
advertisement
2/5
মরুরাজ্যে জমে উঠেছে আইপিএলের আসর৷ সৌরভ নিজেও দিন কয়েক আগেও হাজির ছিলেন সেই মিলিয়ন ডলার টুর্নামেন্টের আসরে৷ তবে পুজো চালু হতেই ব্যাক টু হোম টাউন৷