

এবছর পুজো আর সেভাবে জমল কই ৷ কিন্তু করোনাকালেও যে দুর্গা পুজো হয়েছে, এটাই বা কম কীসের ৷ অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ৷ কেউ কেউ পাড়ার পুজোয় আবার কেউ কেউ দূর থেকে হলেও বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ৷ সঙ্গে খাওয়াদাওয়া তো ছিলই ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য এবারের পুজোয় পুরো সময়টাই কাটিয়েছেন নিজের পাড়ার পুজোতে ৷ Photos: Eeron Roy Barman


দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালি ৷ মহারাজও তাই ৷ যখন খেলতেন, তখন হয়তো বেশিরভাগ পুজোই তাঁর কেটেছে কলকাতার বাইরে ৷ কিন্তু খেলা ছাড়ার পর পুজোর পাঁচটা দিন অন্যান্য বাঙালিদের মতোই আনন্দে মেতে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷


প্রতিবছরের মতো এবছরও উৎসবের দিনে পরিবারের সঙ্গে আনন্দ উৎসবে নিজেকে গুছিয়ে নিয়েছেন আর ঠিক সেভাবেই এবার পুজোতে করোনা পরিস্থিতি সত্বেও নিজেকে ঘরবন্দি রাখতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগের বারের মতো এবারেও পাড়ার মণ্ডপে অনেকক্ষণ সময় কাটিয়ে গিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।


বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির পাশেই হয় বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। বাড়ির সদস্যরা এই পুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে। মহারাজের পুজো নামেই পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের এই পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন সৌরভ নিজেই।


একাদশীর দিনে মায়ের বিদায় লগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল ঠাকুরের পা ছুয়ে নমস্কার করতে । মা দুর্গাকে প্রণাম করে শুধু আশীর্বাদ নিলেন মহারাজ। করোনা সংক্রমণের জন্য বাইরের কাউকে এদিন প্রবেশ করতে দেওয়া হয় নি।