RG Kar Case-Cbi: ঘটনার দিন হোটেলে কেন ছিলেন, সঙ্গে কে ছিল? আরজি কর কাণ্ডে এবার বড় হোটেল-রহস্য
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
RG Kar Case-Cbi: ১০ অগাস্ট তিনি হোটেল থেকে বের হন কখন? কী উদ্দেশ্য দেখিয়ে তিনি হোটেলে ছিলেন?
advertisement
advertisement
advertisement
আরজি করের ঘটনায় জট পাকাচ্ছে ক্রমেই। এবার সেই হোটেলের এক কর্মীকেও তলব করেছে সিবিআই। কেন? কীভাবে তিনি যুক্ত ঘটনার সঙ্গে? সন্দেহ দানা বাঁধছে ক্রমশ। সূত্রের খবর, গত ৯ অগাস্ট আশিস পান্ডে নামে এক ব্যক্তি এই হোটেলে ছিলেন। পরের দিন চেক আউট করেন। এই আশিসের পরিচয়, ঠিকানা ও যাবতীয় ডিটেলস তথ্য জানতেই রেজিস্টার খাতা-সহ তলব করা হয়েছে হোটেল কর্মীকে।
advertisement
advertisement
advertisement
শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও তলব করা হয়েছিল। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জনবাবুকে। সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়, কতক্ষণ কথা হয়। কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাঁদের জানিয়েছেন, মাঝেমধ্যে সুদীপ্ত রায় ফোন করেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। ফলে ফোনে কথা হয় তাঁর সঙ্গে।








