ISKON Rath Yatra: উল্টো রথে দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথায় কখন পৌঁছবে ইসকনের রথ, রইল রুটম্যাপ

Last Updated:
ISKON Rath yatra : ইসকন কর্তৃপক্ষের রাধারমন দাস, জানিয়েছেন ৫২ তম এবারের ইসকন রথযাত্রায় কলকাতায় ১৫ লক্ষের বেশি লোক সমাগম হয়েছে৷ 
1/7
: বৃষ্টির আবহে উল্টো রথযাত্রা। কলকাতায় ছোট-বড় ও নানান আর রথের অনুষ্ঠান রয়েছে। তবে সব থেকে বড় রথযাত্রা ইসকন কর্তৃপক্ষের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই রথযাত্রা গিয়ে শেষ হবে মিন্টো পার্কের ইস্কন টেম্পলে।
: বৃষ্টির আবহে উল্টো রথযাত্রা। কলকাতায় ছোট-বড় ও নানান আর রথের অনুষ্ঠান রয়েছে। তবে সব থেকে বড় রথযাত্রা ইসকন কর্তৃপক্ষের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই রথযাত্রা গিয়ে শেষ হবে মিন্টো পার্কের ইস্কন টেম্পলে।
advertisement
2/7
বেলা ১টা থেকে  রথযাত্রার শুরু হবে। কিন্তু তার আগে বেলা দশটা থেকেই শুরু হয়ে যাবে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। ময়দানেই আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেই অনুষ্ঠান কতটা নির্বিঘ্নে হবে উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ।
বেলা ১টা থেকে  রথযাত্রার শুরু হবে। কিন্তু তার আগে বেলা দশটা থেকেই শুরু হয়ে যাবে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। ময়দানেই আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেই অনুষ্ঠান কতটা নির্বিঘ্নে হবে উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ।
advertisement
3/7
ইসকন কলকাতা কর্তৃপক্ষের রাধারমন দাস জানিয়েছেন, বুধবার সকাল দশটায় শুরু হবে পাহান্ডি বিজয়। অর্থাৎ একে একে জগন্নাথ, বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হবে মন্দির থেকে রথে। তারপর দু'ঘণ্টার বেশি সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান। বেলা একটা নাগাদ রথের রশিতে টান দেওয়া শুরু হবে।
ইসকন কলকাতা কর্তৃপক্ষের রাধারমন দাস জানিয়েছেন, বুধবার সকাল দশটায় শুরু হবে পাহান্ডি বিজয়। অর্থাৎ একে একে জগন্নাথ, বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হবে মন্দির থেকে রথে। তারপর দু'ঘণ্টার বেশি সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান। বেলা একটা নাগাদ রথের রশিতে টান দেওয়া শুরু হবে।
advertisement
4/7
কলকাতা পুলিশ ও ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বুধবার বেলা একটা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ময়দানের পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় ইসকনের অস্থায়ী মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে শুরু হবে এই রথযাত্রা। ময়দান থেকে বেরিয়ে ডানদিকে আউটট্রাম রোড। এরপর জহরলাল নেহেরু রোড ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত। সেখান থেকে ডানদিকে এস এন ব্যানার্জি রোড ধরে মৌলালি জংশন হয়ে সিআইডি রোড ধরবে রথযাত্রা।
কলকাতা পুলিশ ও ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বুধবার বেলা একটা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ময়দানের পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় ইসকনের অস্থায়ী মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে শুরু হবে এই রথযাত্রা। ময়দান থেকে বেরিয়ে ডানদিকে আউটট্রাম রোড। এরপর জহরলাল নেহেরু রোড ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত। সেখান থেকে ডানদিকে এস এন ব্যানার্জি রোড ধরে মৌলালি জংশন হয়ে সিআইডি রোড ধরবে রথযাত্রা।
advertisement
5/7
সিআইটি রোড শেষ করে শ্রাবন্তী অ্যাভিনিউতে ঢুকে পড়বে ইসকন কর্তৃপক্ষের এই রথযাত্রা। সেখান থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে শেক্সপিয়ার সরণী দিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট পৌঁছবে ইসকন কর্তৃপক্ষের রথ। সেখান থেকে অ্যালবার্ট রোড বা উত্তম কুমার সরণী হয়ে একেবারে মিন্টো পার্কের ইসকন মন্দিরে।
সিআইটি রোড শেষ করে শ্রাবন্তী অ্যাভিনিউতে ঢুকে পড়বে ইসকন কর্তৃপক্ষের এই রথযাত্রা। সেখান থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে শেক্সপিয়ার সরণী দিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট পৌঁছবে ইসকন কর্তৃপক্ষের রথ। সেখান থেকে অ্যালবার্ট রোড বা উত্তম কুমার সরণী হয়ে একেবারে মিন্টো পার্কের ইসকন মন্দিরে।
advertisement
6/7
২০  জুন সোজা রথযাত্রায় সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে প্রথম বলরামের রথ পৌঁছই ময়দানে মাসির বাড়িতে। সমস্ত রথ এসে পৌঁছয় রাত আটটা নাগাদ। তার আগে থেকেই ময়দানে মাসির বাড়িতে হোক প্রসাদ বিতরণ চলছিল। প্রায় তিন লক্ষ ভক্তেরা সেদিন প্রসাদ গ্রহণ করে ময়দানে ইসকনের ক্যাম্প থেকে। তারপর থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে সংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান এছাড়াও বিকেলে প্রসাদ বিতরণ হয়েছে নিয়মিত হাজার হাজার ভক্তেরা এই প্রসাদ গ্রহণ করেন।
২০  জুন সোজা রথযাত্রায় সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে প্রথম বলরামের রথ পৌঁছই ময়দানে মাসির বাড়িতে। সমস্ত রথ এসে পৌঁছয় রাত আটটা নাগাদ। তার আগে থেকেই ময়দানে মাসির বাড়িতে হোক প্রসাদ বিতরণ চলছিল। প্রায় তিন লক্ষ ভক্তেরা সেদিন প্রসাদ গ্রহণ করে ময়দানে ইসকনের ক্যাম্প থেকে। তারপর থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে সংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান এছাড়াও বিকেলে প্রসাদ বিতরণ হয়েছে নিয়মিত হাজার হাজার ভক্তেরা এই প্রসাদ গ্রহণ করেন।
advertisement
7/7
ইসকন কর্তৃপক্ষের রাধারমন দাস, জানিয়েছেন ৫২ তম এবারের ইসকন রথযাত্রায় কলকাতায় ১৫ লক্ষের বেশি লোক সমাগম হয়েছে৷  শুধু কলকাতা নয় বিশ্বের ১৭০ টি দেশে ৬৮র ও বেশি রথযাত্রার আয়োজন করেছে ইসকন কর্তৃপক্ষ। Input-  BISWAJIT SAHA
ইসকন কর্তৃপক্ষের রাধারমন দাস, জানিয়েছেন ৫২ তম এবারের ইসকন রথযাত্রায় কলকাতায় ১৫ লক্ষের বেশি লোক সমাগম হয়েছে৷  শুধু কলকাতা নয় বিশ্বের ১৭০ টি দেশে ৬৮র ও বেশি রথযাত্রার আয়োজন করেছে ইসকন কর্তৃপক্ষ। Input-  BISWAJIT SAHA
advertisement
advertisement
advertisement