Power Cut Message Fraud|| আপনার ফোনে কি বিদ্যুৎ দফতরের নামে 'এই' মেসেজ এসেছে? কী করবেন, কী করবেন না? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Power Cut Message Fraud: বিল অনাদায়ী, তাই রাতে আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে... আপনার ফোনে এমন মেসেজ পেয়েছেন সম্প্রতি? তাহলে এখুনি সাবধান হন, ভুলেও সেই নম্বরে কোনও মেসেজ বা ফোন করবেন না।
advertisement
advertisement
*প্রথমত, এই মেসেজ যিনি আদতে উপভোক্তা, তাঁর ফোনে যেমন আসছে, তেমনই বাড়ির অন্যান্য সদস্যদের ফোনেও আসছে। অর্থাৎ, বলা ভাল সবাইকেই ভয় দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছেন প্রতারকরা। তাই কেউ যাতে মেসেজের কোনও উত্তর না দেন বা যে নম্বর থেকে মেসেজ আসছে, সেই ফোনে ঘুরিয়ে ফোন না করেন, তার জন্য প্রচার চালানো হচ্ছে পুলিশের তরফে।
advertisement
advertisement
*বিদ্যুৎ দফতর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "সম্প্রতি WBSEDCL কর্তৃপক্ষের নজরে এসেছে যে কিছু গ্রাহক বিভিন্ন অজুহাতে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ভুয়ো মেসেজ পাচ্ছেন। WBSEDCL জানাচ্ছে, এই ধরণের মেসেজ গ্রাহকদের কখনওই পাঠানো হয় না। কোনও গ্রাহকের বিল অনাদায়ী থাকলে নিয়ম মেনে WBSEDCL নিজস্ব আইডি থেকে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে নির্দিষ্ট সময় দিয়ে নোটিশ পাঠায়। তাই গ্রাহকদের কাছে বিনীত আবেদন, তাঁরা যেন কোনওরকম ভুয়ো মেসজের প্রাতারণায় পা না দেন অথবা আতঙ্কিত না হন। যে কোনও প্রয়োজনে বা সন্দেহ নিরসনে তাঁরা নিকটববর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন।"
advertisement
advertisement