Kolkata Metro: আর খুলবে না উল্টো দিকের দরজা! চালকের মূত্রত্যাগের পরই কলকাতা মেট্রোয় বিরাট বদল

Last Updated:
সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢোকার আগে ক্যাবের দরজা বিপরীত দিকে খুলে প্রাকৃতিক কাজ সেরেছিলেন চালক। এই ঘটনা নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের।
1/5
প্ল্যাটফর্মের বিপরীত দিকে আর খুলবে না মেট্রোর স্বয়ংক্রিয় দরজা। একই নিয়ম প্রযোজ্য থাকবে মোটরম্যান ক্যাবেও।
প্ল্যাটফর্মের বিপরীত দিকে আর খুলবে না মেট্রোর স্বয়ংক্রিয় দরজা। একই নিয়ম প্রযোজ্য থাকবে মোটরম্যান ক্যাবেও।
advertisement
2/5
.সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢোকার আগে ক্যাবের দরজা বিপরীত দিকে খুলে প্রাকৃতিক কাজ সেরেছিলেন চালক। এই ঘটনা নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের।
.সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢোকার আগে ক্যাবের দরজা বিপরীত দিকে খুলে প্রাকৃতিক কাজ সেরেছিলেন চালক। এই ঘটনা নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের।
advertisement
3/5
ড্রাইভারের কামরার মতোই ট্রেনের কোচের বাকি স্বয়ংক্রিয় দরজাও প্ল্যাটফর্মের বিপরীত দিকে আর খুলবে না। প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ও ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমে আনা হল বদল।
ড্রাইভারের কামরার মতোই ট্রেনের কোচের বাকি স্বয়ংক্রিয় দরজাও প্ল্যাটফর্মের বিপরীত দিকে আর খুলবে না। প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ও ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমে আনা হল বদল।
advertisement
4/5
প্ল্যাটফর্মের উল্টো দিক ভুরি ভুরি ভুল দিকে দরজা খোলার অভিযোগ রয়েছে কলকাতা মেট্রোয়।
প্ল্যাটফর্মের উল্টো দিক ভুরি ভুরি ভুল দিকে দরজা খোলার অভিযোগ রয়েছে কলকাতা মেট্রোয়।
advertisement
5/5
আপাতত মেধা কোচে এই ব্যবস্থা ট্রায়াল হল। বাকি এসি কোচেও শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে।
আপাতত মেধা কোচে এই ব্যবস্থা ট্রায়াল হল। বাকি এসি কোচেও শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে।
advertisement
advertisement
advertisement