নেই বৃষ্টির কোনও সম্ভাবনা, 'বায়ু'-র জেরে পিছিয়ে যাবে বঙ্গে বর্ষার আগমনও

Last Updated:
1/6
গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণি ঝড় ‘বায়ু’র সৃষ্টি হয়েছে লক্ষদ্বীপের কাছে, আরব সাগরে। দ্রুত তা এগিয়ে চলেছে উত্তর দিকে।  Representative image Photo Source: Collected
গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণি ঝড় ‘বায়ু’র সৃষ্টি হয়েছে লক্ষদ্বীপের কাছে, আরব সাগরে। দ্রুত তা এগিয়ে চলেছে উত্তর দিকে। Representative image Photo Source: Collected
advertisement
2/6
আর দু’দিনের মধ্যে, ১৩ জুন ভয়াবহ সাইক্লোন হয়ে ‘বায়ু’ আছড়ে পড়বে গুজরাত উপকূলে।  গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।  Representative image Photo Source: Collected
আর দু’দিনের মধ্যে, ১৩ জুন ভয়াবহ সাইক্লোন হয়ে ‘বায়ু’ আছড়ে পড়বে গুজরাত উপকূলে। গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। Representative image Photo Source: Collected
advertisement
3/6
১৩ জুন বায়ু গুজরাট উপকূলে না ঢোকা পর্যন্ত থমকে রয়েছে মৌসুমী বায়ু। ১৩ জুনের পরই জানা যাবে কবে বাংলায় বর্ষা ঢুকছে । মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, 'বায়ু'-র জেরে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন কিছুটা পিছিয়ে যেতে পারে। Representative image Photo Source: Collected
১৩ জুন বায়ু গুজরাট উপকূলে না ঢোকা পর্যন্ত থমকে রয়েছে মৌসুমী বায়ু। ১৩ জুনের পরই জানা যাবে কবে বাংলায় বর্ষা ঢুকছে । মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, 'বায়ু'-র জেরে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন কিছুটা পিছিয়ে যেতে পারে। Representative image Photo Source: Collected
advertisement
4/6
বৃষ্টির দেখা নেই। বাহাত্তর ঘণ্টায় অসহ্য গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টাতেও মিলবে না স্বস্তি। দক্ষিনবঙ্গে বহাল থাকবে গলদঘর্ম অবস্থা।  Representative image Photo Source: Collected
বৃষ্টির দেখা নেই। বাহাত্তর ঘণ্টায় অসহ্য গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টাতেও মিলবে না স্বস্তি। দক্ষিনবঙ্গে বহাল থাকবে গলদঘর্ম অবস্থা। Representative image Photo Source: Collected
advertisement
5/6
বর্ধমান, বীরভূমসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।  Representative image Photo Source: Collected
বর্ধমান, বীরভূমসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। Representative image Photo Source: Collected
advertisement
6/6
দক্ষিণবঙ্গ দাবদাহে পুড়লেও, উত্তরবঙ্গে স্বস্তি! চলবে বৃষ্টি।  Representative image Photo Source: Collected
দক্ষিণবঙ্গ দাবদাহে পুড়লেও, উত্তরবঙ্গে স্বস্তি! চলবে বৃষ্টি। Representative image Photo Source: Collected
advertisement
advertisement
advertisement