কালী পুজোর আগেই খুলে যাচ্ছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, জেনে নিন কবে উদ্বোধন

Last Updated:
1/6
• বহুদিনের প্রতীক্ষার অবসান হবে অবশেষে ৷ রাজ্যের জনপ্রিয় তীর্থক্ষেত্র দক্ষিণণেশ্বরের স্কাইওয়াক খুলে যাচ্ছে কালী পুজোর আগেই ৷ ছবি: সংগৃহীত ৷
• বহুদিনের প্রতীক্ষার অবসান হবে অবশেষে ৷ রাজ্যের জনপ্রিয় তীর্থক্ষেত্র দক্ষিণণেশ্বরের স্কাইওয়াক খুলে যাচ্ছে কালী পুজোর আগেই ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/6
• রানি রাসমণির তৈরি করা, রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিধন্য দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরই দর্শনার্থীর ভিড় থাকে ৷ বিশেষ করে কালী পুজোর দিন সেই ভিড় মাত্রা ছাড়িয়ে যায় ৷ ছবি: সংগৃহীত ৷
• রানি রাসমণির তৈরি করা, রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিধন্য দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরই দর্শনার্থীর ভিড় থাকে ৷ বিশেষ করে কালী পুজোর দিন সেই ভিড় মাত্রা ছাড়িয়ে যায় ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/6
• মন্দির সংলগ্ন রাস্তায় অত্যধিক ভিড় ও যানজট এড়াতেই প্রশাসনের তরফে স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল ৷ এই স্কাইওয়াক চালু হলে স্টেশন থেকে সোজা মন্দিরে পৌঁচানো সম্ভব হবে ৷ রাস্তায় নামতে হবে না ৷ ফলে যানজটও কম হবে ৷ ছবি: সংগৃহীত ৷
• মন্দির সংলগ্ন রাস্তায় অত্যধিক ভিড় ও যানজট এড়াতেই প্রশাসনের তরফে স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল ৷ এই স্কাইওয়াক চালু হলে স্টেশন থেকে সোজা মন্দিরে পৌঁচানো সম্ভব হবে ৷ রাস্তায় নামতে হবে না ৷ ফলে যানজটও কম হবে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
4/6
• জানা গিয়েছে, কালী পূজোর আগেই উদ্বোধন হবে এই স্কাইওয়াকের ৷ গত বৃহস্পতিবারই রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম গিয়েছিলেন এই স্কাইওয়াক পরিদর্শনে। মন্ত্রীর সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি ও সচিব কুশল চৌধুরী, কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ প্রশাসনিক কর্তারা। ছবি: সংগৃহীত ৷
• জানা গিয়েছে, কালী পূজোর আগেই উদ্বোধন হবে এই স্কাইওয়াকের ৷ গত বৃহস্পতিবারই রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম গিয়েছিলেন এই স্কাইওয়াক পরিদর্শনে। মন্ত্রীর সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি ও সচিব কুশল চৌধুরী, কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ প্রশাসনিক কর্তারা। ছবি: সংগৃহীত ৷
advertisement
5/6
• আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন ৷ ছবি: সংগৃহীত ৷
• আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/6
• পরবর্তীকালে এই স্কাইওয়াক দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে ৷ ছবি: সংগৃহীত ৷
• পরবর্তীকালে এই স্কাইওয়াক দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement