Nandini Di Hotel : বন্ধ হয়ে যাচ্ছে নন্দিনীদির ভাতের হোটেল! ইউটিউবারদের ভিড়, অফিস পাড়ায় হইচই

Last Updated:
Nandini Di Hotel : ইউটিউবারকে এ কী বললেন নন্দিনীদি! অফিস পাড়ার দোকান নিয়ে বড় বিপদ!
1/8
সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। তবে তাঁর এই জনপ্রিয়তা কি কিছু মানুষের সহ্য হচ্ছে না! ভাইরাল নন্দিনীদি তেমনই ইঙ্গিত দিলেন।
সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। তবে তাঁর এই জনপ্রিয়তা কি কিছু মানুষের সহ্য হচ্ছে না! ভাইরাল নন্দিনীদি তেমনই ইঙ্গিত দিলেন।
advertisement
2/8
ডালাহৌসির অফিস পাড়ার ফুটপাথে তাঁর দোকান। বাবা, মা ও তিনি নিজে সেই দোকানে থাকেন সারাদিন। রোদ, ঝড়, জল উপেক্ষা করে পরিশ্রম করেন মমতা গঙ্গোপাধ্যায় বা সবার চেনা নন্দিনীদি।
ডালাহৌসির অফিস পাড়ার ফুটপাথে তাঁর দোকান। বাবা, মা ও তিনি নিজে সেই দোকানে থাকেন সারাদিন। রোদ, ঝড়, জল উপেক্ষা করে পরিশ্রম করেন মমতা গঙ্গোপাধ্যায় বা সবার চেনা নন্দিনীদি।
advertisement
3/8
তাঁকে ঘিরে ইউটিউবারদের মাতামাতি থাকে সব সময়। তিনি কখনও রেগে যান, কখনও সবটাই সামলান হাসিমুখে। নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই!
তাঁকে ঘিরে ইউটিউবারদের মাতামাতি থাকে সব সময়। তিনি কখনও রেগে যান, কখনও সবটাই সামলান হাসিমুখে। নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই!
advertisement
4/8
এক ইউটিউবারকে এবার নন্দিনী জানালেন, তাঁর রাস্তার উপরের এই হোটেল হয়তো এবার বন্ধ হয়ে যেতে পারে!
এক ইউটিউবারকে এবার নন্দিনী জানালেন, তাঁর রাস্তার উপরের এই হোটেল হয়তো এবার বন্ধ হয়ে যেতে পারে!
advertisement
5/8
সেই ইউটিউবারের ভিডিও এখন ভাইরাল। সেই ভিডিওতে নন্দিনীকে বলতে শোনা যাচ্ছে, 'কয়েকদিন পর তোরা হয়তো আর আমাকে এখানে নাও দেখতে পারিস।' তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
সেই ইউটিউবারের ভিডিও এখন ভাইরাল। সেই ভিডিওতে নন্দিনীকে বলতে শোনা যাচ্ছে, 'কয়েকদিন পর তোরা হয়তো আর আমাকে এখানে নাও দেখতে পারিস।' তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
advertisement
6/8
নন্দিনী আরও বলেন, ‘বলব, বলব… তোদের আমি সবাটাই জানাব। কিছু জিনিস আছে, বলব। সব ইউটিউবারকেই ফোন করব। তোদের জন্যই আমি আজ এখানে। নন্দিনী থেকে নন্দিনী দিদি হয়েছি তোদের জন্যই।
নন্দিনী আরও বলেন, ‘বলব, বলব… তোদের আমি সবাটাই জানাব। কিছু জিনিস আছে, বলব। সব ইউটিউবারকেই ফোন করব। তোদের জন্যই আমি আজ এখানে। নন্দিনী থেকে নন্দিনী দিদি হয়েছি তোদের জন্যই।
advertisement
7/8
নন্দিনী এর পর আক্ষেপের সুরে বলতে থাকেন, যখনই কেউ একটু উপরে উঠে যায়, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা চলে। তবে কথায় আছে, রাখে হরি, মারে কে! যা কপালে আছে তা হবেই।
নন্দিনী এর পর আক্ষেপের সুরে বলতে থাকেন, যখনই কেউ একটু উপরে উঠে যায়, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা চলে। তবে কথায় আছে, রাখে হরি, মারে কে! যা কপালে আছে তা হবেই।
advertisement
8/8
ডালাহৌসিতে তাঁর দোকান। হাড়ভাঙা পরিশ্রম করেন তিনি। সঙ্গে তাঁৎ বৃদ্ধ বাবা ও মা থাকেন। সারাদিন দোকানের কাজ। তার মাঝেই ইউটিউবারদের সময় দেন নন্দিনী। অনেকে আবার তাঁকে স্মার্ট নন্দিনীদি বলেও ডাকেন।
ডালাহৌসিতে তাঁর দোকান। হাড়ভাঙা পরিশ্রম করেন তিনি। সঙ্গে তাঁৎ বৃদ্ধ বাবা ও মা থাকেন। সারাদিন দোকানের কাজ। তার মাঝেই ইউটিউবারদের সময় দেন নন্দিনী। অনেকে আবার তাঁকে স্মার্ট নন্দিনীদি বলেও ডাকেন।
advertisement
advertisement
advertisement