টিকিট কাউন্টারে যেতে হবে না আর! হাতে 'ফোন' থাকলেই যথেষ্ট... এক 'ক্লিক'-এ টিকিট বুক
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই অ্যাপটি অ্যান্ড্রয়েডে মোট ৫৭২৮৭টি এবং আইওএস প্ল্যাটফর্মে ৫৬০০টি ডাউনলোড হয়েছে।
গোটা কলকাতা শহর জুড়ে যাচ্ছে মেট্রোতে৷ মেট্রো চড়েই শহরের যে কোনও প্রান্ত থেকে এয়ারপোর্ট বা হাওড়া পৌছেঁ যাবেন নিমেষে৷ ভাড়াও সাধ্যের মধ্যে৷ অর্থাৎ কলকাতা বা রাজ্যের বাইরে বেড়াতে যান বা কাজেই যান এয়ারপোর্ট বা অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া পৌঁছতে বেগ পেতে হবে না৷ মেট্রোতে এসির হাওয়া খেতে খেতে পৌঁছে যেতে পারবেন পরিবার নিয়ে৷
advertisement
advertisement
advertisement
পূর্ব রেলওয়ের ভারত স্কাউটস অ্যান্ড গাইডের মোট ৭২ জন ক্যাডেট গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপের সাহায্যে মোবাইল QR টিকিট কীভাবে বুক করবেন সে সম্পর্কে যাত্রীদের সহায়তা এবং প্রদর্শন করছেন। এই মোবাইল QR টিকিটিং সুবিধাটি এখন কলকাতার মেট্রো রেলওয়ের সমস্ত করিডোরে পাওয়া যাচ্ছে।
advertisement
হাওড়া, শিয়ালদহ, সল্টলেক সেক্টর V, দমদম এবং এসপ্ল্যানেডের মতো বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীদের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গিয়েছে। ৩০,০০০ এরও বেশি যাত্রী ব্লু লাইন এবং গ্রিন লাইনে তাদের মোবাইল QR টিকিট বুক করেছেন। মেট্রো যাত্রীদের সক্রিয় সহযোগিতায় এই সংখ্যাটি খুব শীঘ্রই ৫০,০০০ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement