advertisement
• পুজোর দিনগুলিতে ভিড় বেড়েছে, তাই আয়ও বেড়েছে মেট্রোর। হিসেব বলছে, ২০১৭-র থেকে এ বছর মেট্রোর আয় এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এমনিতে যানজটবিহীন, নির্ঞ্ঝাট যাতায়াতের খোঁজে বেশিরভাগ মানুষই মেট্রোতে ভরসা করেন ৷ পুজোতেও তার ব্যতিক্রম হয়নি ৷ এক নজরে দেখে নেওয়া যাক, গত বছর আর এ বছরের আয়ের হিসেব ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে আগেভাগেই পরিকল্পনা করে রেখেছিল মেট্রো রেল। নিজের শক্তিতে যে ভিড় সামাল দেওয়া যাবে না সেটা বুঝে মেট্রো চেয়েছিল রাজ্য সরকারের সাহায্যও। হিসেব বলছে ভিড়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মেট্রো। সুষ্ঠভাবে মেট্রো চালাতে কিছু বিশেষ পরিকল্পনা করা হয়েছিল ৷ একসঙ্গে কোনও স্টেশনে আপ ও ডাউন ট্রেন আনা হয়নি ৷ এসকালেটরের জন্যও বিশেষ পরিকল্পনা ছিল ৷ পুজোর দিনগুলিতে কোনও সমস্যা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন মেট্রো কর্তারা।