

• ভিড়ে বা আয়ে, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মেট্রো রেল। রাজ্য সরকারের সহযোগিতা ও আগেভাগে করে রাখা পরিকল্পনায় বিপুল মানুষের চাপ সামলাতে হিমসিম খেতে হয়নি মেট্রোকে।


• পুজোর দিনগুলিতে ভিড় বেড়েছে, তাই আয়ও বেড়েছে মেট্রোর। হিসেব বলছে, ২০১৭-র থেকে এ বছর মেট্রোর আয় এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এমনিতে যানজটবিহীন, নির্ঞ্ঝাট যাতায়াতের খোঁজে বেশিরভাগ মানুষই মেট্রোতে ভরসা করেন ৷ পুজোতেও তার ব্যতিক্রম হয়নি ৷ এক নজরে দেখে নেওয়া যাক, গত বছর আর এ বছরের আয়ের হিসেব ৷


• ২০১৭-তে ষষ্ঠীর দিন মেট্রোয় যাত্রী হয়েছিল ৭ লক্ষ ৯৫ হাজার ১৬০ ৷ আয় হয়েছিল ৭৪ লক্ষ ১৪ হাজার ৫৫৯ টাকা ৷ ২০১৮-তে যাত্রী সংখ্যা বেড়ে হয়েছে ৯ লক্ষ ১১ হাজার, আয় গিয়ে দাঁড়িয়েছে ৮৩ লক্ষ ৮৭ হাজারে ৷


• গত বছর সপ্তমীতে কলকাতা মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৬ লক্ষ ৬৭ হাজার ৪৫০ ৷ আয় ছিল ৬০ লক্ষ ১২ হাজার ৫৫০ ৷ ২০১৮-তে যাত্রী হয়েছে ৭ লক্ষ ৬৪ হাজার ৬০৮, আয় হয়েছে ৬৭ লক্ষ ৯১ হাজার ৯৮৪ ৷


• অষ্টমীর দিন গত বছর মেট্রোয় যাত্রী ছিলেন ৫ লক্ষ ৫০ হাজার ৮৭১, আয়ের অঙ্ক ছিল ৫১ লক্ষ ৩০ হাজার ৪৭৫ টাকা ৷ এ বছর সপ্তমীর থেকে একটু বেড়ে সেই আয় এসে দাঁড়িয়েছে ৬৭ লক্ষ ৯৮ হাজার ৯২৫ টাকায় ৷ আর যাত্রী সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৬২ হাজার ৭৩২ ৷


• নবমী নিশির আয়ের হিসেব অবশ্য গত বছরের থেকে খুব একটা নড়চড় হয়নি ৷ ২০১৭-র আয় ছিল ৬৭ লক্ষ ৬৮ হাজার ০২৯ ৷ এ বছর আয় হয়েছে ৬৮ লক্ষ ৩৮ হাজার ৬৭৫ ৷ যাত্রী সংখ্যাও খুব কাছাকাছি ৷ আগেরবার ছিল ৭ লক্ষ ৫৬ হাজার ৬৭০, এ বছর ৭ লক্ষ ৭৯ হাজার ৷


• দশমীর দিন অবশ্য এই অঙ্কটা অন্যদিনের তুলনায় বেশ কম ৷ ২০১৭ সালে এদিন মেট্রোর আয় ছিল ২৪ লক্ষ ৩১ হাজার ৯৬৫ টাকা ৷ যাত্রী ছিল ২ লক্ষ ৬৬ হাজার ৩৮৬ ৷ ২০১৮ সালে আয় হয়েছে ২৫ লক্ষ ৪৫ হাজার ৫০৫ টাকা ৷ যাত্রীসংখ্যা ৭ লক্ষ ১ হাজার ৷


• গত বছর মোট আয় হয়েছিল ২ কোটি ৭৭ লক্ষ ৫৭ হাজার ৫৭৮ ৷ এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৬২ হাজার ৯৮৩ টাকা ৷


• পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে আগেভাগেই পরিকল্পনা করে রেখেছিল মেট্রো রেল। নিজের শক্তিতে যে ভিড় সামাল দেওয়া যাবে না সেটা বুঝে মেট্রো চেয়েছিল রাজ্য সরকারের সাহায্যও। হিসেব বলছে ভিড়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মেট্রো। সুষ্ঠভাবে মেট্রো চালাতে কিছু বিশেষ পরিকল্পনা করা হয়েছিল ৷ একসঙ্গে কোনও স্টেশনে আপ ও ডাউন ট্রেন আনা হয়নি ৷ এসকালেটরের জন্যও বিশেষ পরিকল্পনা ছিল ৷ পুজোর দিনগুলিতে কোনও সমস্যা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন মেট্রো কর্তারা।