মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর...! পার্পল লাইনে বাড়ল মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা? দেখুন সময়সূচি

Last Updated:
Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আগামী পয়লা ডিসেম্বর ০১.১২.২০২৫ (সোমবার) থেকে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা বাড়ছে। শহরতলির যাত্রীদের সুবিধার্থে পরিষেবার সময় বাড়ানো হবে বলে জানিয়েছে মেট্রো। আগামী সোমবার থেকে সুবিধা পাবেন বজবজ শাখার যাত্রীরা!
1/10
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আগামী পয়লা ডিসেম্বর ০১.১২.২০২৫ (সোমবার) থেকে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা বাড়ছে। শহরতলির যাত্রীদের সুবিধার্থে পরিষেবার সময় বাড়ানো হবে বলে জানিয়েছে মেট্রো।
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আগামী পয়লা ডিসেম্বর ০১.১২.২০২৫ (সোমবার) থেকে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা বাড়ছে। শহরতলির যাত্রীদের সুবিধার্থে পরিষেবার সময় বাড়ানো হবে বলে জানিয়েছে মেট্রো।
advertisement
2/10
মেট্রো রেল সূত্রে খবর, পার্পল লাইনে সপ্তাহের দিনগুলিতে আরও মেট্রো পরিষেবা পরিচালিত হতে চলেছে। সেইসঙ্গে পার্পল লাইনের পরিষেবার সময়ও বাড়ানো হবে যা মাঝেরহাট স্টেশন থেকে পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা গ্রহণকারী শহরতলির যাত্রীদের জন্য উপকারী হবে।
মেট্রো রেল সূত্রে খবর, পার্পল লাইনে সপ্তাহের দিনগুলিতে আরও মেট্রো পরিষেবা পরিচালিত হতে চলেছে। সেইসঙ্গে পার্পল লাইনের পরিষেবার সময়ও বাড়ানো হবে যা মাঝেরহাট স্টেশন থেকে পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা গ্রহণকারী শহরতলির যাত্রীদের জন্য উপকারী হবে।
advertisement
3/10
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ০১.১২.২০২৫ (সোমবার) থেকে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৮০টি পরিষেবার (৪০টি আপ এবং ৪০টি ডাউন) পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ০১.১২.২০২৫ (সোমবার) থেকে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৮০টি পরিষেবার (৪০টি আপ এবং ৪০টি ডাউন) পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।
advertisement
4/10
প্রথম পরিষেবা:জোকা থেকে মাঝেরহাট (০৬.৫০টির পরিবর্তে) সকাল ৬.৪০টায়।
মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত ০৭.০৩ ঘণ্টায় (০৭.১৪ ঘণ্টায় পরিবর্তে)।
প্রথম পরিষেবা:জোকা থেকে মাঝেরহাট (০৬.৫০টির পরিবর্তে) সকাল ৬.৪০টায়।মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত ০৭.০৩ ঘণ্টায় (০৭.১৪ ঘণ্টায় পরিবর্তে)।
advertisement
5/10
শেষ পরিষেবা:জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ২১.০৫ ঘণ্টায় (২০.৩৬ ঘণ্টায় পরিবর্তে)।
মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত ২১.২৬ ঘণ্টায় (২০.৫৭ ঘন্টার পরিবর্তে)।
শেষ পরিষেবা:জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ২১.০৫ ঘণ্টায় (২০.৩৬ ঘণ্টায় পরিবর্তে)।মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত ২১.২৬ ঘণ্টায় (২০.৫৭ ঘন্টার পরিবর্তে)।
advertisement
6/10
মেট্রো পরিষেবার এই বৃদ্ধি এবং পরিষেবার সময় বৃদ্ধির ফলে, পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীরা বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময়কালে প্রচুর উপকৃত হবেন।
মেট্রো পরিষেবার এই বৃদ্ধি এবং পরিষেবার সময় বৃদ্ধির ফলে, পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীরা বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময়কালে প্রচুর উপকৃত হবেন।
advertisement
7/10
উল্লেখ্য যে, ২২ নভেম্বর থেকে শনিবার পার্পল লাইন পরিষেবা চালু করা হয়েছে। শনিবার এই লাইনে ৪০টি পরিষেবা (২০টি আপ এবং ২০টি ডাউন) পরিচালিত হচ্ছে। রবিবার এই লাইনে কোনও পরিষেবা থাকবে না।
উল্লেখ্য যে, ২২ নভেম্বর থেকে শনিবার পার্পল লাইন পরিষেবা চালু করা হয়েছে। শনিবার এই লাইনে ৪০টি পরিষেবা (২০টি আপ এবং ২০টি ডাউন) পরিচালিত হচ্ছে। রবিবার এই লাইনে কোনও পরিষেবা থাকবে না।
advertisement
8/10
এবার থেকে সপ্তাহের কাজের দিনে বা উইকেন্ডে আরও বেশি করে মেট্রো চলবে পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে। শহরতলির বাসিন্দাদের যাতায়াতের জন্য আরও সুবিধা দিতে এই পদক্ষেপ করা হয়েছে।
এবার থেকে সপ্তাহের কাজের দিনে বা উইকেন্ডে আরও বেশি করে মেট্রো চলবে পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে। শহরতলির বাসিন্দাদের যাতায়াতের জন্য আরও সুবিধা দিতে এই পদক্ষেপ করা হয়েছে।
advertisement
9/10
এই লাইনের যাত্রীরা মাঝেরহাট স্টেশনে নেমে, সেখান থেকে রেললাইনে ট্রেন ধরে শিয়ালদহ বা অন্য প্রান্তে পৌঁছতে পারেন। সামগ্রিক ভাবে সব যাত্রীদের সুবিধা হবে এই পদক্ষেপে। বিশেষ করে সুবিধা হবে শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীদের।
এই লাইনের যাত্রীরা মাঝেরহাট স্টেশনে নেমে, সেখান থেকে রেললাইনে ট্রেন ধরে শিয়ালদহ বা অন্য প্রান্তে পৌঁছতে পারেন। সামগ্রিক ভাবে সব যাত্রীদের সুবিধা হবে এই পদক্ষেপে। বিশেষ করে সুবিধা হবে শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীদের।
advertisement
10/10
চলতি মাসেই এই লাইনে শনিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে রবিবার এই লাইন বন্ধ থাকে। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বাড়ায় যাত্রীদের ভীড় বাড়বে।
চলতি মাসেই এই লাইনে শনিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে রবিবার এই লাইন বন্ধ থাকে। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বাড়ায় যাত্রীদের ভীড় বাড়বে।
advertisement
advertisement
advertisement