স্টেশন ছেড়ে ছুটছিল ট্রেন...! আচমকা 'লোকো পাইলটের' কেবিনে উঠে পড়লেন ব্যক্তি, ট্রেন চালক 'ব্রেক' চাপতেই যা ঘটল, পায়ের তলা থেকে মাটি সরল প্যাসেঞ্জারের!

Last Updated:
Indian Railways: আমরা সকলেই জানি যে সাধারণ যাত্রীদের জন্য লোকো পাইলটের কেবিনে প্রবেশ নিষিদ্ধ। তবুও, যদি কোনও যাত্রী, চলন্ত ট্রেন ধরার চেষ্টায়, লোকো পাইলটের বগিতে উঠতে পারেনও তাহলে তাঁর কী হাল হতে পারে জানেন?
1/11
প্রতি মুহূর্তে আজকাল নতুন নতুন ভিডিও ও ছবি ভাইরাল হয়। যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয়। এমনই একটি ট্রেন স্টেশনের ভিডিও সম্প্রতি প্রচণ্ড ভাইরাল হতে দেখা গেল। ঠিক কী দেখা গিয়েছে সেই ভিডিওতে?
প্রতি মুহূর্তে আজকাল নতুন নতুন ভিডিও ও ছবি ভাইরাল হয়। যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয়। এমনই একটি ট্রেন স্টেশনের ভিডিও সম্প্রতি প্রচণ্ড ভাইরাল হতে দেখা গেল। ঠিক কী দেখা গিয়েছে সেই ভিডিওতে?
advertisement
2/11
আসলে যা দেখা গেল তা যে আপনি প্রথমবার দেখছেন তা হয়ত মনে হবে না। কারণ এমন দৃশ্য প্রায়ই দেখা যায় ট্রেন স্টেশনগুলোতে। ট্রেন ধরার জন্য ট্রেনের পিছন পিছন ছুটতে থাকেন মানুষ।
আসলে যা দেখা গেল তা যে আপনি প্রথমবার দেখছেন তা হয়ত মনে হবে না। কারণ এমন দৃশ্য প্রায়ই দেখা যায় ট্রেন স্টেশনগুলোতে। ট্রেন ধরার জন্য ট্রেনের পিছন পিছন ছুটতে থাকেন মানুষ।
advertisement
3/11
যদিও চলন্ত ট্রেন ধরা জীবনের ঝুঁকি নেওয়ার মতোই। আর এক্ষেত্রে বড় অঘটন ঘটে যেতে বিশেষ সময় লাগে না। কিন্তু সব জানা সত্ত্বেও এমনও হয় যে খানে প্রায়ই এই কাজটি করতে দেখা যায় ট্রেনের নিত্যযাত্রীদের।
যদিও চলন্ত ট্রেন ধরা জীবনের ঝুঁকি নেওয়ার মতোই। আর এক্ষেত্রে বড় অঘটন ঘটে যেতে বিশেষ সময় লাগে না। কিন্তু সব জানা সত্ত্বেও এমনও হয় যে খানে প্রায়ই এই কাজটি করতে দেখা যায় ট্রেনের নিত্যযাত্রীদের।
advertisement
4/11
আমরা সকলেই জানি যে সাধারণ যাত্রীদের জন্য লোকো পাইলটের কেবিনে প্রবেশ নিষিদ্ধ। তবুও, যদি কোনও যাত্রী, চলন্ত ট্রেন ধরার চেষ্টায়, লোকো পাইলটের বগিতে উঠতে পারেনও তাহলে তাঁর কী হাল হতে পারে জানেন?
আমরা সকলেই জানি যে সাধারণ যাত্রীদের জন্য লোকো পাইলটের কেবিনে প্রবেশ নিষিদ্ধ। তবুও, যদি কোনও যাত্রী, চলন্ত ট্রেন ধরার চেষ্টায়, লোকো পাইলটের বগিতে উঠতে পারেনও তাহলে তাঁর কী হাল হতে পারে জানেন?
advertisement
5/11
ভাইরাল এই ভিডিওটি সেই উত্তরই দিয়েছে। এমনকি যেই ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেন তিনি নিজেও ভাৱতে পারেননি যে একজন 'টিকিটবিহীন যাত্রী' ট্রেন ধরার চেষ্টায় লোকো পাইলটের কেবিনে উঠে পড়তে পারেন।
ভাইরাল এই ভিডিওটি সেই উত্তরই দিয়েছে। এমনকি যেই ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেন তিনি নিজেও ভাৱতে পারেননি যে একজন 'টিকিটবিহীন যাত্রী' ট্রেন ধরার চেষ্টায় লোকো পাইলটের কেবিনে উঠে পড়তে পারেন।
advertisement
6/11
একটি রেল স্টেশনের এই ভিডিওটিতে দেখা যায় একজন ব্যক্তি সবেমাত্র ছেড়ে যাওয়া একটি ট্রেনের পিছনে দৌড়াচ্ছেন। এরপরেই ক্লিপে দেখা যায় যে লোকটি প্রথমে ট্রেনে ওঠার জন্য কিছুক্ষণ দৌড়োনোর পরেই লোকো পাইলটের কেবিনে পৌঁছে যেতেই সেই কেবিনেই ট্রেনে উঠে পড়ে।
একটি রেল স্টেশনের এই ভিডিওটিতে দেখা যায় একজন ব্যক্তি সবেমাত্র ছেড়ে যাওয়া একটি ট্রেনের পিছনে দৌড়াচ্ছেন। এরপরেই ক্লিপে দেখা যায় যে লোকটি প্রথমে ট্রেনে ওঠার জন্য কিছুক্ষণ দৌড়োনোর পরেই লোকো পাইলটের কেবিনে পৌঁছে যেতেই সেই কেবিনেই ট্রেনে উঠে পড়ে।
advertisement
7/11
 কেবিনে উপস্থিত রেলকর্মীরা রেলকর্মীরা তাঁর এই কীর্তিতে যারপরনাই অসন্তুষ্ট হন এবং তাকে এমন করার জন্য রীতিমতো তিরস্কার করতে থাকেন।
কেবিনে উপস্থিত রেলকর্মীরা রেলকর্মীরা তাঁর এই কীর্তিতে যারপরনাই অসন্তুষ্ট হন এবং তাকে এমন করার জন্য রীতিমতো তিরস্কার করতে থাকেন।
advertisement
8/11
ঠিক তখনই ব্রেক চাপেন লোকো পাইলট। আচমকা তিনি ট্রেনের গতি কমিয়ে দেন, আর সেই সুযোগেই পরের একটি কামরায় গিয়ে উঠে পড়েন ট্রেনে উঠতে মরিয়া ওই ব্যক্তি। আর সেখানেও শেষ হয়ে যায় ২২ সেকেন্ডের ফুটেজটি।
ঠিক তখনই ব্রেক চাপেন লোকো পাইলট। আচমকা তিনি ট্রেনের গতি কমিয়ে দেন, আর সেই সুযোগেই পরের একটি কামরায় গিয়ে উঠে পড়েন ট্রেনে উঠতে মরিয়া ওই ব্যক্তি। আর সেখানেও শেষ হয়ে যায় ২২ সেকেন্ডের ফুটেজটি।
advertisement
9/11
@saurabhyatra নামের একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই রিলটি পোস্ট করে লেখেন,
@saurabhyatra নামের একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই রিলটি পোস্ট করে লেখেন, "এটা একেবারেই কেউ কোরো না।" ১লা অক্টোবর পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই ৬,০০,০০০ এরও বেশি ভিউ এবং ১৪,০০০ এরও বেশি লাইক পেয়েছে। পোস্টটিতে অসংখ্য মন্তব্যও এসেছে।
advertisement
10/11
ট্রেনে ওঠার সময় লোকটির এমন আজব কীর্তি দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে চরম প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,
ট্রেনে ওঠার সময় লোকটির এমন আজব কীর্তি দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে চরম প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "এর সাহস দেখুন, সরাসরি কেবিনে ঢুকে পড়ছে।"
advertisement
11/11
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন,
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "এরকম দৃশ্য খুবই বিরল।" বেশিরভাগ ব্যবহারকারী হাসির ইমোজি দিয়ে এই ভিডিওটিতে প্রতিক্রিয়া জানাচ্ছেন। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "কেবিন ম্যানেজারের কিন্তু এর জন্য প্রশংসা প্রাপ্য।"
advertisement
advertisement
advertisement