Indian Railways: শিয়ালদহ স্টেশনে কাজ শুরু, লক্ষ-লক্ষ যাত্রীর মাথায় হাত, কোন কোন ট্রেনের রুট বদল, বাতিল বহু
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debalina Datta
Last Updated:
Indian Railways: একনজরে দেখে নিন কোন কোন ট্রেন কোথায় কোথায় যাবে?
: শিয়ালদহ রেল স্টেশনের 1-5 নং প্লাটফর্ম 12 কোচের ট্রেন চলাচল শুরু হবে, NI work কাজের জন্য ৬ জুন রাত ১২ টা থেকে রবিবার দুপুর ২ টো পর্যন্ত শিয়ালদহ ডিভিশন এর ১৩৭ টি লোকাল ট্রেন বন্ধ থাকবে।শিয়ালদহ মেন, নর্থ এবং ডানকুনি লাইনের লোকাল ট্রেন সমুহ যেগুলি বন্ধ থাকবে:- নর্থ এর (শিয়ালদহ - বনগাঁ, ঠাকুরনগর, গোবরডাঙা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত এবং মধ্যমগ্রাম) লোকাল ট্রেনগুলো দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আবার আপ এ ফিরে আসবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস১৩১৬৩/১৩১৭০ শিয়ালদা-সাহর্সা-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদা-বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস০৯.০৬.২৪১২৯৮৭/১২৯৮৮ শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস১৩১৬৩/১৩১৭০ শিয়ালদা-সাহর্সা-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদা-বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন চালাতে শুরু করব খুব তাড়াতাড়ি। ৬ তারিখ মধ্যরাত থেকে ৯ তারিখ দুপুর ২টো পর্যন্ত অফিস টাইম বাদ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছি। কিছু ট্রেনকে শিয়ালদায় নিতে পারছি না। এই সময়ে কিছু ট্রেন বারাসাত, দমদম, দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রাপথ সংক্ষিপ্ত হবে। ৪০০-র উপর বেশি কর্মী এই কাজ করবে। জুন মাসের শুরুতে বা জুলাই মাসে এই পরিষেবা পৌঁছে দিতে পারি সেই আশা রাখছি।'' Input- Abir Ghosal and Rounak Datta Chowdhary







