India Bangladesh Relation: বর্ডারে ফের গোল পাকাচ্ছে বাংলাদেশ, বিএসএফ লাগাচ্ছিল তার, তোলপাড় করতে পৌঁছে গেল বিজিবি, তারপর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India Bangladesh Border: বেড়া-সহ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার বিষয় নিয়ে ভারত দুই সরকার এবং সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং বর্ডার গার্ডস বাংলাদেশের মধ্যে সব প্রটোকল এবং চুক্তি অনুসরণ করেছে৷
ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা থামার নয়৷ ফের গণ্ডগোলে পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাটে বিএসএফ সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এই কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএসএফ বেড়ার কাজ শুরু করলেই শ্রমিকদের কাজ করা বন্ধ করা হচ্ছে। এর আগেও বালুরঘাটের শিবরামপুরে কাঁটাতার বসাতে বাধা দিয়েছিল বিজিবি। এবার তেমনই দৃশ্য দেখা যাচ্ছে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ভুলকিপুরে। Photo- File
advertisement
advertisement
সর্বভারতীয় সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার ভুলকিপুরা সীমান্তে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে বাংলাদেশি সীমান্তরক্ষীরাও সীমান্তে নজরদারি বজায় রেখেছে। এদিকে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে বিএসএফ ও জেলা পুলিশ প্রশাসন। এলাকায় উত্তেজনা থাকায় কাউকে সীমান্তের কাছে আসতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নেই এমন সীমান্তে বিএসএফের বাড়তি নজরদারি রাখা হয়। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কথাবার্তা চলছে।
advertisement
পরে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মণ ঘটনাস্থলে যান বলে জানা গেছে। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এই সেই জায়গা যেখানে দু'পাশের গ্রামগুলিতে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন। তাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, ভারত আশা করে যে বিগত সরকারের সময় বাংলাদেশের সঙ্গে যে বিষয়গুলি নিয়ে একমত হয়েছিল তা বজায় থাকবে৷
advertisement
ভারত দুই সরকার এবং সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং বর্ডার গার্ডস বাংলাদেশের মধ্যে সব প্রটোকল এবং চুক্তি অনুসরণ করেছে, বেড়াসহ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে । ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং চোরাচালানের চ্যালেঞ্জগুলিকে কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সীমান্তের নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া স্থাপন, সীমানা আলোর ব্যবস্থা, প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন এবং গবাদি পশুর বেড়া স্থাপনের ব্যবস্থা রয়েছে।