দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। আগামী তিন দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও গরমের অস্বস্তি বাড়বে। পশ্চিমের জেলা-সহ অনেক জেলাতেই শুষ্ক গরম অনুভূত হবে। আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে এই শুকনো গরম বেশি অনুভূত হবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ দিন বৃষ্টির পূর্বাভাস। আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা সংলগ্ন এলাকায়। পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্য ভারতের রাজ্য বিশেষ করে বিদর্ভ, ছত্রিশগড়, মারাঠাওয়াড়া মধ্য মহারাষ্ট্র এই রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)